সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া মুকুট জিতে স্বপ্ন ছুঁয়েছে মোহনবাগান (Mohun Bagan) । চৈত্রের শেষেও বাগানে এখন অকাল বসন্ত। না না কেবল বসন্ত কেন? বরং বলা ভালো অকাল হোলি, অকাল দীপাবলির আমেজ সবুজ-মেরুন সমর্থকদের মনে। এই তো ক’দিন আগে আইএসএল সেমিতে জামশেদপুর ম্যাচ দেখতে মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে যুবভারতী গিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) । মোহনবাগান দলকে উৎসাহ দিতেও দেখা গিয়েছিল। এবার সেই পন্থ দেশের সেরা মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন।
মোহনবাগান সুপার জায়ান্ট অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি রিল পোস্ট করেছে। সেখানে এক ভিডিও বার্তায় লখনউ অধিনায়ক পন্থ (Rishabh Pant) বলেন, “মোহনবাগান (Mohun Bagan) এবং সঞ্জীব স্যরকে অভিনন্দন। আইএসএল কাপ (ISL Final) জয়ের জন্য শুভেচ্ছা।” কেবল তাই নয়। ওই রিলে আকাশ দীপকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়। আইএসএল ট্রফি জয়ের জন্য সবুজ-মেরুন বাহিনীকে শুভকামনা জানিয়েছেন এই পেসার।
View this post on Instagram
শনিবার গুজরাট টাইটান্সকে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর সন্ধ্যায় বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপ (ISL Final) জিতেছে মোহনবাগান। তাই দলের চেয়ারম্যানের আনন্দও দ্বিগুণ। সেলিব্রেশনের এই আবহে পন্থ ও আকাশ দীপের শুভেচ্ছাবার্তা বাগান শিবিরে যে ‘ফিল গুড’ পরিবেশ তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে, ট্রফি জয়ের পর সবুজ-মেরুন সমর্থকরা রাতভর সেলিব্রেশনে মেতে ওঠেন। বাগান ফুটবলারদেরও আনন্দে মেতে উঠতে দেখা যায়। আইএসএল তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছে। দেখা যায়, সাজঘরে আইএসএল ট্রফিকে মধ্যমণি করে নাচ-গানে মেতে উঠেছেন অনিরুধ থাপা, দীপক টাংরি, শুভাশিস বসুরা। ব্যাকগ্রাউন্ডে গানও চলছে। সেই গানের সঙ্গে গলাও মেলাচ্ছেন তাঁরা। সব মিলিয়ে এখন বেশ তৃপ্তির পরিবেশ মোহনবাগান পরিবারে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.