পিছিয়ে গেল আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হল। চলতি আইএসএল-এর (ISL 2023-24) প্রথম ডার্বি (Kolkata Derby) স্থগিত করে দিতে বাধ্য হল এফএসডিএল (FSDL)। পুরনো সূচি অনুসারে ২৮ অক্টোবর দুর্গাপুজোর (Durga Puja) মধ্যে আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি আয়োজিত হওয়ার কথা ছিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal) ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার (West Bengal Government)। উৎসবের মরসুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা গত ১৪ সেপ্টেম্বর সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অরূপ বিশ্বাস (Aroop Biswas)। আর তাই হল। তবে ২৮ তারিখের বদলে ডার্বি কবে আয়োজন করা হবে, সেটা অবশ্য জানানো হয়নি।
এ ছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু লাল-হলুদের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। এই ম্যাচটি সে দিন শুরু হবে বিকেল ৫:৩০ মিনিট থেকে।
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে আইএসএল-এর সূচি। কলকাতার দুই প্রধান খেলবে। পুজোর সময় কলকাতায় ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। তেমনই আবার ২৪ অক্টোবর অর্থাৎ দশমী এএফসি কাপের মোহনবাগান বনাম বসুন্ধরা এফসি-র ম্যাচ আয়োজন করা হবে। প্রাথমিক পর্বের ম্যাচ জিতে এএফসি কাপের গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হয়েছে ডুরান্ড কাপে। সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে ফের ডার্বি হয়। সেখানে ১০ জনের মোহনবাগান হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপে ১৭তম ট্রফি জেতে সবুজ মেরুন। দু-দলের লক্ষ্য এখন আইএসএল-এ। মোহনবাগানের বাড়তি ফোকাস এএফসি কাপে। এমন প্রেক্ষাপটে এমন খবর সামনে এল।
পুজোর সময় রয়েছে কলকাতায় একদিনের বিশ্বকাপের ম্যাচও আয়োজিত হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.