ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে স্থগিত আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের বড় ম্যাচ। সরকারি ভাবে সোমবার এ কথা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অর্থাৎ যুবভারতীতে নতুন বছরের প্রথম ডার্বি থেকে আপাতত বঞ্চিত ফুটবলপ্রেমীরা।
কী কারণে তৈরি হয় জটিলতা? আসলে জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। যে কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কারণে সোমবার প্রশাসনের তরফে জানানো হয়, পূণ্যার্থীদের সুরক্ষার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। বাবুঘাট যেহেতু ট্রানজিট পয়েন্ট, তাই সেখানেও কড়া নজরদারি চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশ এনে নিরাপত্তা আরও মজবুত করা হবে। এই পরিস্থিতিতে ১১ জানুয়ারি ডার্বির জন্য পুলিশ মোতায়েন করা যথেষ্ট কঠিন হয়ে পড়ছিল। যা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আগেই মোহনবাগানকে চিঠিও দেওয়া হয়। জানানো হয়, ১১ জানুয়ারি যুবভারতীতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যা হতে পারে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিঠিপ্রাপ্তির কথা জানিয়ে বলেছিলেন, এই নিয়ে তারা এফএসডিএলের সঙ্গে কথা বলবেন। ফুটবলমহলের খবর, সেক্ষেত্রে বিকল্প উপায় হতে পারে দুটি। ডার্বি কলকাতার বাইরে অন্য কোথাও হোক, কিংবা ডার্বির তারিখ পিছিয়ে দেওয়া হোক। কিন্তু তেমনটা আপাতত হচ্ছে না।
ডার্বির পিছনোর আশঙ্কাতেই এদিন সিলমোহর দিলেন অরূপ বিশ্বাস। তিনি জানিয়ে দেন, আপাতত ডার্বি স্থগিত। গঙ্গাসাগরের নিরাপত্তাজনিত কারণে ওই দিন যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, আগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাস্ত করেছিল মোহনবাগান। সেটা ছিল লাল-হলুদের ঘরের ম্যাচ। আগামী বছরের শুরুতেই ডার্বির আয়োজক মোহনবাগান। কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারি সেই ম্যাচ হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.