Advertisement
Advertisement

Breaking News

ATK Mohun Bagan Habas

মরশুমের প্রথম হারে হতাশ এটিকে মোহনবাগান কোচ হাবাস, কাঠগড়ায় তুললেন রক্ষণকে

ভুল শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গিকার সবুজ-মেরুনের হেডস্যারের।

ISL: ATK Mohun Bagan coach Habas blames poor defensive display for loss against Jamshedpur FC |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 8, 2020 11:46 am
  • Updated:December 8, 2020 1:39 pm  

স্টাফ রিপোর্টার: ম্যাচ শেষে তাঁর মুখে হতাশার ছাপ। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হেডস্যারকে আজ খুব গম্ভীর দেখাচ্ছে। ফুটবলারদের সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। আইএসএলের (ISL 2020) শুরুতে তাঁর দল হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য এক জয়ের মেশিন। তবে জামশেদপুরের বিরুদ্ধে সেই জয়ের ধারা শেষ হল। আজ পর্যন্ত তিনি যে ক’টা দলে কোচিং করিয়েছেন প্রতিটা টিমই সেট পিসে সব সময় খুব আঁটসাঁট রক্ষণ উপহার দিয়েছে। তবে সোমবার সেই সেট পিস পরিস্থিতিতেই হতাশ করল তাঁর এটিকে মোহনবাগান। জামশেদপুরের (Jamshedpur FC) নেরিজাস ভালসকিস দুটো গোলই করলেন কর্নার থেকে। স্বভাবতই তাঁর শরীরী ভাষায় পরিষ্কার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। তিনি-আন্তোনিও লোপেজ হাবাস

সেট পিস পরিস্থিতিতে ঠিকঠাক ডিফেন্ড করতে না পেরেই হারল দল এমনটাই মানছেন স্প্যানিশ কোচ। সাংবাদিক সম্মেলনে এসে হাবাস (Antonio Lopez Habas) বললেন, “আমাদের রক্ষণ যথেষ্ট ভাল। তবে সেট পিসে আমরা ঠিকঠাক ডিফেন্ড না করতে পেরেই হারলাম। এর সমাধান খুঁজে বার করতে হবে।” সেট পিসের সময় কোন জিনিসটা ঠিকঠাক হয়নি? হাবাস বললেন, “কর্নারের সময় দল ঠিকঠাক ডিফেন্সিভ শেপ রাখতে পারেনি। আবার জামশেদপুরের নেরিজাস ভালসকিসের মতো প্রতিভাবান স্ট্রাইকারকে ঠিকঠাক ভাবে মার্ক করতে পারেনি ফুটবলাররা।”

Advertisement

[আরও পড়ুন: তিন ম্যাচ পর থামল এটিকে মোহনবাগানের বিজয়রথ, ভালসকিসের দুরন্ত গোলে জয়ী জামশেদপুর]

সেট পিস ছাড়াও আবার সাংবাদিক সম্মেলনে হাবাসকে প্রশ্ন করা হয় তাঁর দল কি ডিপ ডিফেন্সের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে সমস্যায় পড়ছে? জবাবে স্প্যানিশ কোচ বললেন, “আমি মানছি না। কাউন্টার অ্যাটাক আমাদের খেলার একটা অঙ্গ। তা বলে আমরা শুধুই কাউন্টার অ্যাটাকিং টিম নই। আর জামশেদপুরের বিরুদ্ধে আমরা পজেশনাল ফুটবলের উপর জোর দিয়েছি। কারণ জামশেদপুর লং বলে খেলছিল। আর এমন দলের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে খেলা যায় না।”এ তো গেল হাবাস। আবার জামশেদপুরের জয়ের নায়ক নেরিজাস বললেন, “এটিকে মোহনবাগান খুবই কঠিন দল। এমন দলের বিরুদ্ধে জোড়া গোল করতে পেরে দারুণ লাগছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement