সঞ্জয় সেন: গঙ্গাসাগরের কারণে ময়দান ও তার সংলগ্ন এলাকায় এখন হাজার-হাজার পুণ্যার্থীর ভিড়। আর ঠিক সেই সময়ে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল মহাম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে কলকাতায় নয়, গুয়াহাটিতে। খুব স্বাভাবিক ভাবে ডার্বির যে চিরপরিচিত উত্তেজনা, উত্তাপ, উন্মাদনা আমরা সচরাচর দেখে থাকি, তা কিছুটা হলেও এবার স্তিমিত।
তবে একটা কথা আমার মনে হচ্ছে। মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল, দু’দলের কেউই নিজেদের সমর্থকদের সামনে খেলতে পারবে না। কিন্তু আমার মনে হয়, এর ফলে দু’টো দলই চাপমুক্ত অবস্থায় খেলতে নামতে পারবে। লিগ টেবলে এ মুহূর্তে মোহনবাগান এক নম্বরে। জোসে মোলিনার টিম ডার্বি হেরে গেলেও লিগ টেবলে ওদের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। যার ফলে ওরা অনেক চাপমুক্ত অবস্থায় মাঠে নামবে। উল্টো দিকে ইস্টবেঙ্গলও চাপমুক্ত হয়ে নামবে, কারণ এই ডার্বিতে ওরাই আন্ডারডগ। শনিবারের গুয়াহাটি ডার্বি ওদের কাছে প্রত্যাঘাত করার মঞ্চ। প্রমাণ করার মঞ্চ। তা ছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো দেখলাম বলেছে যে, ম্যাচ পঞ্চাশ-পঞ্চাশ। আমি সহমত। ডার্বিতে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা যায় না। আমরা এটাও জানি যে, খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল ঠিক কতটা ভয়ঙ্কর। তাই সবাই অপেক্ষা করে রয়েছেন, উপভোগ্য একটা ডার্বি দেখতে।
মোহনবাগানের ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা বা আশিক কুরুনিয়ান না খেলতে পারলেও ওদের সমস্যা হওয়ার কথা নয়। বরং গ্রেগ স্টুয়ার্ট চলে আসায় মোহনবাগানের আক্রমণের ধার বাড়বে। এর বাইরে সদ্য বিবাহিত মনবীর সিং রয়েছে। ডানপ্রান্ত দিয়ে যে বিষাক্ত ক্রস রাখতে পারে। বাঁ দিক থেকে রয়েছে লিস্টন কোলাসো। যার ভয়ঙ্কর দৌড় আর ড্রিবলিং মোহনবাগান আক্রমণে অন্য মাত্রা যোগ করবে। তবে একই সঙ্গে নিজেদের রক্ষণ নিয়েও সতর্ক থাকতে হবে মোহনবাগানকে। আমি নিশ্চিত, আলবার্তো রদ্রিগেজদের তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন মোলিনা। কারণ, প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল কিন্তু বিপদে ফেলে দিতে পারে মোহনবাগানকে।
একদিক থেকে দেখতে গেলে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর এটাই প্রথম ডার্বি। কারণ আগের ডার্বিতে তিনি শুধুমাত্র বেঞ্চে ছিলেন। এই ডার্বি তাই কোচ অস্কারের বড় পরীক্ষা। তাই তিনি হুঙ্কার দিয়েছেন যে, ইস্টবেঙ্গল পিছিয়ে নেই। শুনলাম, আনোয়ার আলি ডার্বি থেকে ছিটকে গিয়েছে। টিমের সঙ্গে যায়নি। ওর না থাকাটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু কারা আছে, কারা নেই তা নিয়ে না ভেবে যারা আছে, তাদের নিয়ে লড়াটাই তো একজন প্রকৃত কোচের কাজ। আশা করি অস্কার সেটা করে দেখাবেন। সমর্থকদের হতাশ করবেন না। তবে আমার মনে হয়, শনিবারের ডার্বিতে একটা চমক অপেক্ষা করে রয়েছে। সেটা খেলার ফলেই দেখতে পাবেন। কী চমক, সেটা এখন না-ই বা বললাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.