Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

থাপা ছিটকে গেলেও ডার্বিতে প্রত্যাবর্তন স্টুয়ার্টের, সতর্ক মোলিনা জোর দিচ্ছেন সেট পিসে

সুস্থ হয়ে উঠেছেন চোট পাওয়া দিমিত্রি পেত্রাতোসও।

ISL 2024: Mohun Bagan's Greg Stewart is ready for Kolkata Derby while coach Jose Molina is careful

অনুশীলনে গ্রেগ স্টুয়ার্ট ও জেসন কামিংস। ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:January 10, 2025 1:34 pm
  • Updated:January 10, 2025 1:34 pm  

স্টাফ রিপোর্টার: বুধবার হঠাৎই অনুশীলনে চোট। যে চোট ডার্বি থেকে ছিটকে দিল অনিরুদ্ধ থাপাকে। যদিও এই মরশুমে বেশ কয়েকটি ম্যাচেই অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকার পরেও মোহনবাগানের সমস্যা হয়নি। নর্থ-ইস্ট ম্যাচে একসঙ্গে ছিলেন না রক্ষণের দুই স্তম্ভ শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। তবু আজেরাইদের বিরুদ্ধে জয় তুলে আনতে সমস্যা হয়নি জেমি ম্যাকলারেনদের। এবার চোটের তালিকায় আর এক গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপা। এদিন তিনি অনুশীলনেই আসেননি। জানা গিয়েছে, দশ-বারো দিন মাঠের বাইরে থাকতে হবে এই ভারতীয় মিডিওকে। শুধু অনিরুদ্ধই নয়, চোট রয়েছে আশিক কুরুনিয়ানেরও।

Advertisement

তবে থাপা, আশিক ছাড়া বাকি সবাই ফিট। যদিও চোট নিয়ে আর মাথা ঘামাতে চান না জোসে মোলিনা। প্রতিপক্ষ নিয়ে ইতিমধ্যেই হোম ওয়ার্ক করে ফেলেছেন তিনি। গ্রেগ স্টুয়ার্ট ফিট হওয়ায় মাঝমাঠ নিয়ে আপাতত স্বস্তিতেই থাকবেন। চোট পাওয়া দিমিত্রি পেত্রাতোসও সুস্থ হয়ে উঠেছেন। তিনিও গুয়াহাটি যাচ্ছেন। আক্রমণভাগে ম্যাকলারেনের পাশে জেসন কামিংস গত ম্যাচে শুরু করলেও এই ম্যাচে জেমি ম্যাকলারেনের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট আসতে পারেন প্রথম একাদশে। শেষ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে, প্রথম একাদশে ছিলেন স্টুয়ার্ট। তারপর আটটি ম্যাচে চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না তিনি। গত মাসে এই মাঠেই নর্থ-ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে গিয়েছেন পেত্রাতোসরা। ডার্বির পরিবেশ কলকাতার মতো না হলেও মাঠ নিয়ে সমস্যা হওয়ার কথা নয় মোহনবাগানের। এদিন সেট পিসের উপর জোর দিলেন মোলিনা। এদিন দুটো উইং থেকে লিস্টন আর মনবীরকে দিয়ে বক্সের মধ্যে ক্রমাগত ক্রস তোলাচ্ছিলেন মোলিনা। উদ্দেশ্য ছিলেন জেমি ম্যাকলারেনরা। বোঝাই যাচ্ছে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার জন্য দুটো উইংয়ের ব্যবহার করবেন তিনি। বেশ কিছুক্ষণ শুটিং অনুশীলনও করান ফুটবলারদের। বৃহস্পতিবার অনুশীলন শেষে দিমিত্রি পেত্রাতোসদের কাছে ডার্বি জয়ের আবদার করে গেলেন বেশ কিছু মোহনবাগান সমর্থক। তাঁদের আশ্বস্ত করলেন দিমি।

এই মুহূর্তে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকলেও লিগ যত এগোচ্ছে ততই যেন আরও বেশি সতর্ক হচ্ছেন মোলিনা। আনোয়ার যদি না খেলতে পারেন তাহলে কীভাবে ম্যাকলারেনদের আটকাবে ইস্টবেঙ্গল রক্ষণ, তা নিয়ে চর্চা চলছে বটে। কিন্তু মোহনবাগান কোচ প্রতিপক্ষ রক্ষণ নিয়ে এতটুকু অবহেলা করতে চান না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub