Advertisement
Advertisement
Mohun Bagan

গুরুতর নয় গ্রেগ স্টুয়ার্টের চোট, মোহনবাগান কোচ মোলিনার পাখির চোখ ওড়িশা ম্যাচে

আইএসএলে এক ম্যাচ বেশি খেলে লিগ তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরুর থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে মোহনবাগান।

ISL 2024: Mohun Bagan's footballer Greg Stuart's injury is not so concerning

গ্রেগ স্টুয়ার্ট। ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:November 5, 2024 12:00 pm
  • Updated:November 5, 2024 12:00 pm

স্টাফ রিপোর্টার : আগামী রবিবার মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। কিন্তু এই ম্যাচে নামার আগে সবুজ-মেরুন কোচ জোসে মোলিনার চিন্তা বাড়াচ্ছিল গ্রেগ স্টুয়ার্টের চোট। কিন্তু সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে সোমবার। এদিন অনুশীলনে এসে ফিজিওর কাছে রিহ্যাব করেছেন স্টুয়ার্ট। বা পাঁয়ে হালকা চোট লাগলেও ডাক্তারি পরীক্ষার পর জানা গিয়েছে, রবিবার তাঁর খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে খুব বেশি ঝুঁকি নিতে চান না মোলিনা। তাই এদিন পুরোদমে অনুশীলন না করিয়ে রিহ্যাব করানো হয়েছে তাঁকে। এমনকী, যদি মঙ্গলবারও হালকা ব্যথা করে, তা হলে সেদিনও রিহ্যাব করানো হবে স্টুয়ার্টকে। তবে আশা করা যাচ্ছে, বুধবারের মধ্যেই পুরোদমে অনুশীলনে নেমে পড়তে পারবেন এই বিদেশি মিডিও।

যদিও মাঝমাঠে স্টুয়ার্ট না খেললেও মোলিনার হাতে একাধিক ফুটবলার রয়েছেন। তবে এই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট দারুণ ছন্দে রয়েছেন। গত কয়েকটি ম্যাচে মোহনবাগানের ধারাবাহিকতার পিছনে তাঁর ভূমিকাও অনস্বীকার্য। এমন পরিস্থিতিতে তাঁর না খেলাটা ফ্যাক্টর হতে পারে।

Advertisement

এদিন অনুশীলনে আবারে আসেননি আশিস রাই। জানা গিয়েছে, পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি। আশা করা যাচ্ছে, মঙ্গলবার থেকে তিনিও উপস্থিত থাকবেন অনুশীলনে। এই মুহূর্তে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন জেসন কামিংসরা। এক ম্যাচ বেশি খেলে লিগ তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরুর থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে মোহনবাগান। সেই দিক থেকে মোহনবাগানের সামনে রবিবার ওড়িশা ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement