Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

কোচিতে কেরালার সামনে মোহনবাগান, লিগ শিল্ড জয়ের অঙ্কে বাড়তি সতর্কতা মোলিনার

দ্বিতীয় স্থানে থাকা গোয়ার থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে মোহনবাগান।

ISL 2024: Mohun Bagan will face Kerala Blasters in away match

ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া

Published by: Arpan Das
  • Posted:February 15, 2025 1:55 pm
  • Updated:February 15, 2025 1:55 pm  

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ-ইস্টের বিরুদ্ধে হেরে আইএসএল শিল্ডের দৌড় থেকে আরও দূরে চলে গিয়েছে জামশেদপুর এফসি। আপাতত শনিবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান শিবিরের কাছে ভালো খবর এটাই। তবে লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া এখনও শেষ কামড় দিতে তৈরি। যদিও আর্মান্দো সাদিকুদের সঙ্গে জেমি ম্যাকলারেনদের পয়েন্টের তফাত এখনও সাত।

Advertisement

ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে ৩-২ গোলে জয় এলেও শনিবার ফিরতি লেগে জয় পাওয়া যে সহজ হবে না, সেটা ভালোই জানেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। বিশেষ করে চারিদিকে যখন লিগ শিল্ড জয়ের একটা আবহ তৈরি হয়ে গিয়েছে। এবং এটাই বেশি ভাবাচ্ছে মোহনবাগান কোচকে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ফুটবলাররা যাতে গা ছাড়া মনোভাব না দেখান, তা নিয়ে বারবার ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন মোহনবাগান কোচ। এমন পরিস্থিতিতে ম্যাজিক ফিগারের দিকে তাকাতে চাইছেন না মোলিনা। এই ম্যাচে আবার কার্ড সমস্যায় নেই গ্রেগ স্টুয়ার্টের মত নির্ভরযোগ্য ফুটবলার। চোটের জন্য নেই সাহাল আব্দুল সামাদ, আশিস রাইরা। কিছুদিন আগে চোট পাওয়া অনিরুদ্ধ থাপা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তাঁকে দলের সঙ্গে কোচি নিয়ে যাওয়া হয়নি।

তবে স্বস্তির খবরও আছে সবুজ-মেরুন শিবিরে। কয়েকদিন আগে অনুশীলনে অনুপস্থিত থাকা ম্যাকলারেন কেরল যাওয়ার আগে পুরোদমে অনুশীলন করছেন। দিমিত্রি পেত্রাতোস সুস্থ। লিস্টন কোলাসো ও মনবীর সিংরা উইংয়ে দুরন্ত ছন্দে রয়েছেন। এবারের আইএসএলে মোহনবাগানের দুই উইং দারুণ খেলছে। প্রতিপক্ষ কোচেদের চিন্তার কারণ হয়ে উঠছেন লিস্টনরা। তাই স্টুয়ার্ট-সাহালের মতো প্লেয়ার না থাকলেও ধারাবাহিকতার অভাব হবে না বলেই মনে করছেন মোহনবাগান কোচ। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মোলিনা বলছেন, “লিগ শিল্ড আমাদের কাছে আসবে না, আমাদেরই ট্রফির কাছে যেতে হবে। দলের সবাইকেই বলেছি এখন হালকা না দিয়ে সতর্ক থাকতে। পরপর দু’বার শিল্ড জয়ের সামনে দাঁড়িয়ে আমরা। পরের দু’ম্যাচ জিতে সেই বৃত্ত সম্পূর্ণ করতে চাই।”

তবে মোলিনার মনে হচ্ছে, যেহেতু কেরলের সামনেও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে, তাই তারাও এই ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে উঠবে। তিনি বলেন, “লিগ একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে। প্রত্যেকটা দলই নিজেদের লক্ষ্যে মাঠে নামছে। আমরা যেমন লিগ শিল্ড জিততে চাই, তেমনই অনেকেই রয়েছে যারা প্লে-অফে উঠতে চায়। কেরালারও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওরাও মরিয়া হয়ে উঠবে এই ম্যাচটা জেতার জন্য। তাই ম্যাচটা সহজ হবে না আমাদের কাছে। তবে আমাদের জিততেই হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement