ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া।
স্টাফ রিপোর্টার : প্রাথমিক ঝড়-ঝাপটা সামলে আইএসএলে তরতরিয়ে ছুটছে মোহনবাগান। শেষ পাঁচ ম্যাচ অপরাজিত দল, যার মধ্যে জয় এসেছে চারটিতেই। পয়েন্ট টেবলের সাপ-সিঁড়ির লড়াইয়ে ভালোমতোই ঢুকে পড়েছে সবুজ-মেরুন। শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-কে হারাতে পারলে ফের শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-কে ধরে ফেলতে পারবে তারা।
বিষয়টি অজানা নয় মোহনবাগান কোচ জোসে মোলিনারও। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে চেন্নাইয়িন। শেষ পাঁচ ম্যাচে দু’টো করে হার এবং ড্র করেছে দু’বারের আইএসএল চ্যাম্পিয়নরা, জয় মাত্র একটা ম্যাচে। তবে সেই পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কোচ মোলিনা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন, “সব ম্যাচে জিততে না পারলেও ওরা ভালো খেলেছে। শক্তিশালী দল, ভালো প্লেয়াররা আছে। কঠিন প্রতিপক্ষ। আমরা সহজে জিতব, এমন নয়। তবে দলের ফুটবলারদের উপর আমার আস্থা আছে। ভালো খেলে জেতার বিষয়ে আমি আশাবাদী।” শেষ দু’টো ম্যাচ চোটের জন্য খেলেননি মোহনবাগান মাঝমাঠের প্রাণভোমরা গ্রেগ স্টুয়ার্ট। তাঁর পরিবর্তে নামা দিমিত্রি পেত্রাতোসকে এখনও পুরনো ফর্মে দেখা যায়নি। চেন্নাইয়িনের বিরুদ্ধে অবশ্য দিমিত্রিকেই দেখা যেতে পারে শুরু থেকে। এদিন মোলিনা জানিয়েছেন, গ্রেগকে খেলানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি। তবে রাইট ব্যাক হিসাবে দীপেন্দু বিশ্বাসের পরিবর্তে আশিস রাইয়ের প্রথম একাদশে ফেরাটা প্রায় নিশ্চিত। এদিন ঘণ্টা দেড়েক অনুশীলন করেন মনবীর সিং, লিস্টন কোলাসোরা। সেট-পিসের অনুশীলনে বাড়তি জোর দিয়েছিলেন কোচ মোলিনা।
মরশুমের শুরুতে সবুজ-মেরুন ডিফেন্স নিয়ে একাধিক প্রশ্ন হয়েছে। তবে শেষ কয়েকটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন টম অলড্রেড, শুভাশিস বসু, আলবার্তো রড্রিগেজরা। তাঁরা শেষ পাঁচ ম্যাচে গোল খেয়েছেন মাত্র একটা, ক্নিনশিট চার ম্যাচে। যদিও মোলিনা বলছিলেন, “আমাদের ডিফেন্ডাররা প্রতি ম্যাচেই চ্যালেঞ্জ সামাল দেয়। চেন্নাইয়িন ম্যাচও হয়তো তার ব্যতিক্রম হবে না। তবে আমরা ভালো ছন্দে আছি। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটা গোল খেয়েছে দল। আশা করছি, এই ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে পারব।” অবশ্য শুধু গোল ঠেকানোই নয়, অলড্রেড-শুভাশিসরা পিছিয়ে থাকছেন না গোল করার ক্ষেত্রেও। যা নিয়ে মোলিনার বার্তা, “স্ট্রাইকারদের গোল পাওয়াটা সবসময়ই ইতিবাচক বিষয়। তবে আমরা শুধু স্ট্রাইকারদের উপর নির্ভর করি না গোল করার জন্য। আমার দলের অনেকেই গোল করেছে। বিশেষত ডিফেন্ডাররা।” শুভাশিস, অলড্রেড এবং আপুইয়া তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। ফলে শনিবার ফের কার্ড দেখলে পরের নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাঁদের পাওয়া যাবে না। তবে সেসব নিয়ে না ভেবে আপাতত চেন্নাইয়িন ম্যাচে ফোকাস করছেন মোলিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.