Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

ম্যাকলারেনের গোল, আলবার্তোর প্রত্যাবর্তন, মহামেডান ম্যাচ জয়ে জোড়া প্রাপ্তি মোহনবাগানের

সবুজ-মেরুন শিবিরে এখন থেকেই ঢুকে গিয়েছে পরবর্তী ইস্টবেঙ্গল ডার্বির আবহ।

ISL 2024: Mohun Bagan is in relief after come back of Alberto Rodriguez
Published by: Arpan Das
  • Posted:October 7, 2024 10:47 am
  • Updated:October 7, 2024 10:47 am

স্টাফ রিপোর্টার : মহামেডান ম্যাচ থেকে দু’টি প্রাপ্তি হয়েছে মোহনবাগান কোচ জোসে মোলিনার। প্রথমত জয়। দ্বিতীয়ত ক্লিনশিট। এই দুইয়েরই খুব প্রয়োজন ছিল মোহনবাগানের। বিশেষ করে পরের ম্যাচ আরও একটা ডার্বি। সেই ডার্বিতে নামার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে গেল মোহনবাগানের। আপাতত মহামেডান ম্যাচ অতীত। সবুজ-মেরুন শিবিরে এখন ঢুকে গিয়েছে পরবর্তী ইস্টবেঙ্গল ডার্বির আবহ। তবে রক্ষণে আলবার্তো রডরিগেজ ফিরে আসায় চিন্তা কিছুটা কমেছে সবুজ-মেরুন কোচের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এমন জমাট রক্ষণই আশা করছেন সবুজ-মেরুন সমর্থকরা। তার উপর জেমি ম্যাকলারেন গোল পেলেন। এই হাই প্রোফাইল অজি তারকা কলকাতায় পা দেওয়ার পর থেকেই চোটের জন্য মাঠেই নামতে পারেননি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে ম্যাকলারেনের গোল পাওয়াটাও ইতিবাচক দিক মোহনবাগান শিবিরের।
কয়েক দিন আগেই দলের গোল খাওয়া নিয়ে রাখঢাক না রেখেই অসন্তোষ প্রকাশ করেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। শনিবার ক্লিনশিট নিয়ে ম্যাচ জেতার পর খুশি মোহনবাগানের এই আক্রমণভাগের বিদেশি ফুটবলার। আলবার্তো রডরিগেজে চোট কাটিয়ে ফিরে আসায় ডিফেন্স শক্তিশালী হয়েছে বলেও মনে করেন তিনি। স্টুয়ার্ট বলেন, “আলবার্তো ফিরে আসায় রক্ষণ মজবুত হয়েছে। পরের ম্যাচগুলো একই রকম মানসিকতা নিয়ে খেলতে পারব।” জেমি ম্যাকলারেনের সঙ্গে তাঁর বোঝাপড়া ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন এই স্কটিশ ফরোয়ার্ড। অন্যদিকে মহামেডান ম্যাচটাকেই এই মরশুমের সেরা ম্যাচ বলে জানিয়েছেন জেমি ম্যাকলারেন। স্টুয়ার্টের মতো তিনিও বলছিলেন, “যদি গোল না খাওয়া যায় তাহলে ম্যাচ জয়ের সম্ভবনা বেড়ে যায় অনেকটাই। এই পারফরম্যান্সই বজায় রাখতে হবে আমাদের। রক্ষণ ভালো হলে আক্রমণ ভালো হয়। সারা মরশুমই এভাবে খেলতে হবে আমাদের।”

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement