Advertisement
Advertisement
Jaime Maclaren

ডার্বির উত্তাপে মিশল ক্রিকেট-কানেকশন, স্টয়নিসের পরামর্শেই মোহনবাগানে ম্যাকলারেন!

'এশিয়ার সব থেকে বড় ডার্বি', মোহনবাগানের জার্সিতে ফের গোল করার জন্য মুখিয়ে ম্যাকলারেন।

ISL 2024: Mohun Bagan footballer Jaime Maclaren opens up about friendship with Marcus Stoinis before Kolkata Derby
Published by: Arpan Das
  • Posted:January 10, 2025 6:14 pm
  • Updated:January 10, 2025 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা গিয়েছে দুজনকেই। একজন এখনও খেলছেন। কলকাতা ডার্বিতে গোল করার জন্য মুখিয়ে। অন্যজন যদিও ফুটবলার নন। কিন্তু অজি ক্রিকেটার মার্কাস স্টয়নিস সবুজ-মেরুন জার্সি পরে খেলেছেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে হয়ে। স্টয়নিস শুধু মোহনবাগানের তুরুপের তাস জেমি ম্যাকলারেনের একদেশীয় নন, দুজনের মধ্যে ফুটবল নিয়ে কথাও হয়।

আর তার কেন্দ্রে মোহনবাগান। ভারতে আসার আগেই কলকাতার ক্রীড়া উন্মাদনা টের পেয়েছিলেন ম্যাকলারেন। তার নেপথ্যে স্টয়নিস। সেই বিষয়ে ম্যাকলারেনের বক্তব্য, “আমি যখন ভারতে আসি, তার আগে মার্কাস স্টয়নিসের সঙ্গে কথা হয়। ও আমাকে বলেছিল, কলকাতা খেলা পাগল। ক্রিকেট হোক বা ফুটবল, একটা আবেগ কাজ করে। আর সেই জন্যই কলকাতার মোহনবাগানকে বেছে নিয়েছিলাম।”

Advertisement

শুধু স্টয়নিস নন, আরও এক অজি ক্রিকেটারের থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন ম্যাকলারেন। তিনি জাস্টিন ল্যাঙ্গার। সেই নিয়ে মোহনবাগানের স্ট্রাইকার বলছেন, “গত ডার্বির আগে জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা হয়েছিল। সেটা শুধু আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়নি। আমি গোলও করেছিলাম।”

কলকাতায় ডার্বি মানে স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার জনতার উচ্ছ্বাস। দুদলের সমর্থকের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও উৎসবের আমেজ। সেটা বুঝে গিয়েছেন ম্যাকলারেন। তিনি বলেন, “এটা শুধু ভারতের নয়, এশিয়ার সবচেয়ে বড় ডার্বি। প্রথম ডার্বির পরিবেশ দেখে সেটা বুঝতে পারি। আশা করব গুয়াহাটিতেও মাঠ ভরিয়ে সমর্থকরা আসবেন। মেলবোর্ন বা স্কটল্যান্ডে ডার্বি খেললেও কলকাতার সঙ্গে কোনও তুলনা নেই। কলকাতা ডার্বি সেই সবের থেকে অনেক বড়। এরকম ডার্বি খেলতে পারলে আলাদা উন্মাদনা কাজ করে।”

আর মোহনবাগান সমর্থকদের জন্য ডার্বির উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিলেন ম্যাকলারেন। গত ডার্বিতে তাঁর গোল ছিল। এবারও গোল করে দলকে জেতাতে মুখিয়ে তিনি। তবে কিছুটা মন খারাপ আছে ডার্বি কলকাতায় না হওয়ায়। সেটা মেনে নিয়েও ম্যাকলারেন বলেন, “আমরা পেশাদার ফুটবলার, যে কোনও পরিস্থিতিই হোক, আমাদের খেলতে হবে। লিগ শীর্ষে থাকাটাই আমাদের লক্ষ্য। সেই সঙ্গে চাই আরও গোল করতে। যদিও আমাদের দলে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার সবাই গোল করতে পারছে। এতেই প্রমাণ হয়, আমরা কোনও একজনের উপর নির্ভরশীল নই। তাই আমি গোল না করলেও বড় সমস্যা হচ্ছে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement