Advertisement
Advertisement

Breaking News

ISL 2024

‘দীপেন্দু ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক’, বাঙালি ডিফেন্ডারে মুগ্ধ মোহনবাগান কোচ মোলিনা

খুব তাড়াতাড়ি জাতীয় দলের হয়েও খেলবে দীপেন্দু, আশাবাদী মোলিনা।

ISL 2024: Mohun Bagan coach Jose Molina thinks Dippendu Biswas is currently India's one of the best centre backs
Published by: Arpan Das
  • Posted:September 24, 2024 4:16 pm
  • Updated:September 24, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুমের আইএসএলে প্রথম জয় পেয়েছে মোহনবাগান। দুবার পিছিয়ে পড়েও কামব্যাক করেছে সবুজ-মেরুন ব্রিগেড। গোল করেছেন দুই বাঙালি ফুটবলার শুভাশিস বোস ও দীপেন্দু বিশ্বাস। এঁদের মধ্যে দ্বিতীয় ফুটবলার এখন মোহনবাগান জনতার নয়নের মণি। ডিফেন্সের নতুন আস্থার প্রতীক। এমনকী কোচ মোলিনার মতে, দীপেন্দু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক।

ডুরান্ড থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে মোহনবাগানের ডিফেন্স। গোল খাওয়ার বদভ্যাসে পয়েন্ট হারানোয় চিন্তিত ছিলেন মোলিনাও। বিশেষ করে আনোয়ার চলে যাওয়ায় ডিফেন্সের পরিস্থিতি নিয়ে ভাবনা ছিল সমর্থকদের। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কি দীপেন্দু হাজির হলেন? শুধু ডিফেন্সে ভরসা জোগানো হয়, গোল করে দলকে জিততে সাহায্যও করেছেন।

Advertisement

সেই নিয়ে মোলিনা বলেন, “দীপেন্দু বেশ ভাল গোল করেছে। আমি ওর পারফরম্যান্সে খুশি। খুব পরিশ্রমী ছেলে। প্রথম দিন থেকে ও রোজই উন্নতি করছে। আমার মতে, ও নিঃসন্দেহে এখন ভারতের অন্যতম সেরা সেন্টার ব্যাক। ও যদি এরকম খেলে যেতে পারে, তা হলে খুব তাড়াতাড়িই ও জাতীয় দলের হয়েও খেলবে।” তবে এই ম্যাচও দুটি গোল হজম করতে হয়েছে। সেটা নিয়ে চিন্তিত কোচও। তিনি জানান, “নিয়মিত গোল খাচ্ছি কারণ, আমাদের রক্ষণে গলদ থাকছে। এই সমস্যা আমাদের দূর করতে হবে। প্রতি ম্যাচে ৩-৪টে করে গোল করা তো সম্ভব নয়।”

তবে তিনি আশাবাদী। কারণ দিনের শেষে ঘরে তিন পয়েন্ট ঢুকেছে। মোহনবাগান কোচের মতে, “আজকেও আমাদের দুগোল খেতে হয়েছে, যেটা মোটেই ভালো না। তবে আমাদের ডিফেন্স আগের চেয়ে অনেক ভালো হয়েছে। গত ম্যাচেও আমরা দুগোল খেয়েছিলাম। কিন্তু সেই ম্যাচে জিততে পারিনি। তবে এই ম্যাচে দুগোল খেলেও আমরা জিতেছি। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, গোল খাওয়া, না জয়? তবে এটা অবশ্যই চিন্তার বিষয় এবং আমাদের এটা নিয়ে আরও পরিশ্রম করতে হবে।” পরের ম্যাচে গোল না খাওয়া আর জয়, দুটোই চাইবেন সবুজ-মেরুন ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement