প্রসূন বিশ্বাস: মরশুমের শুরু থেকে মোহনবাগানকে ভুগিয়েছে ডিফেন্স। অথচ শেষ কয়েক ম্যাচে সম্পূর্ণ অন্য ছবি দেখেছে সবুজ-মেরুন জনতা। গত তিন ম্যাচে ক্লিনশিট। সেই সঙ্গে দৌড়চ্ছে মোহনবাগানের বিজয়রথ। এবার সামনে ওড়িশা। ভুবনেশ্বরে সেই ম্যাচের আগে ফের রক্ষণ নিয়ে আত্মবিশ্বাসী শোনাল সবুজ-মেরুনের কোচ মোলিনাকে। তবে গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন তিনি।
আইএসএলের লিগ টেবিলে খুব একটা ভালো জায়গাই নেই ওড়িশা। সের্জিও লোবেরার দল ৭ ম্যাচ থেকে পেয়েছে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে। তবু তাঁদের কিছুতেই হালকাভাবে নিচ্ছেন না মোলিনা। বরং নিজেদের ধারাবাহিকতাই লক্ষ্য। কারণ, প্রতিটা ম্যাচই আলাদা। মোলিনার সাফ বক্তব্য, “আমার মতে ওদের হাতে খুব ভালো প্লেয়ার আছে। ফলে এটা খুব কঠিন ম্যাচ হতে চলেছে। প্রতিটা ম্যাচই আলাদা।”
খাতায়-কলমে ওড়িশা আইএসএলের অন্যতম শক্তিশালী দল। দিয়েগো মৌরিসিও, হুগো বুমোস, আহমেদ জাহৌ, মুর্তাদা ফলের মতো তারকায় বোঝাই। আর সেই সঙ্গে রয়েছেন বহু যুদ্ধের ঘোড়া মোহনবাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। মোলিনা অবশ্য কোনও বিশেষ একজনকে নিয়ে ভাবছেন না। তাঁর বক্তব্য, “আমি জানি না, ওরা কী ভাবছে। ওদের হাতে ভালো প্লেয়ার আছে। তাঁদের আমি সম্মান করি। ওঁদেরকে কোনওভাবেই সেরা ফুটবলটা খেলতে দেওয়া যাবে না। নিজের দলের প্রতি ভরসা আছে। আশা করি ৩ পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরব।”
তবে মোলিনাকে চিন্তায় রাখবে গ্রেগ স্টুয়ার্টের চোট। গত কয়েক ম্যাচে অক্লান্ত পরিশ্রম করেছেন। গোল করেছেন, গোল করিয়েছেন। ওড়িশা ম্যাচে কি তিনি নামতে পারবেন? সেই বিষয়ে ধোঁয়াশা রাখলেন মোহনবাগান কোচ। তিনি জানালেন, “গ্রেগ এই সপ্তাহে অনুশীলন করেনি। সামান্য চোট আছে। কালই আমরা ঠিক করব গ্রেগ খেলবে কিনা। তবে ও না খেললেও কোনও সমস্যা নেই। আমাদের হাতে প্রচুর ভালো প্লেয়ার আছে। দিমি, সাহালরাও হয়তো সেই কাজটা করে দিতে পারবে।”
শুধু আক্রমণ নয়, মোলিনাকে তৃপ্তি দিচ্ছে মোহনবাগানের রক্ষণও। ওড়িশার বিরুদ্ধেও গোলমুখ অক্ষত রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। মোলিনা বলছেন, “ওড়িশা ভালো দল। ওরা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। কিন্তু আমাদের দলের রক্ষণেও ভালো প্লেয়ার আছে। আশা করব, এই ম্যাচেও ক্লিনশিট থাকবে।” মোহনবাগান কোচের আশা কি পূরণ হবে? ভুবনেশ্বর থেকে তিন পয়েন্ট ঘরে আসবে? উত্তরটা সময়ই দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.