Advertisement
Advertisement
Mohun Bagan

‘দ্বিতীয়ার্ধটাই সব শেষ করে দিল’, ‘ভুল’ মানলেন সবুজ-মেরুন কোচ মোলিনা

আইএসএলের আগে এই হার প্রভাব ফেলবে না বলেই মনে করছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ।

ISL 2024: Mohun Bagan coach Jose Molina accepts mistake after defeat
Published by: Subhajit Mandal
  • Posted:September 1, 2024 10:27 am
  • Updated:September 1, 2024 10:27 am  

প্রসূন বিশ্বাস: একদিকে যখন ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাসে ব্যস্ত বেনালি ব্রিগেড, ঠিক তখন মাথা নীচু করে মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছিলেন শুভাশিস বসুরা। তখনও যে ক’জন মোহনবাগান সমর্থক উপস্থিত ছিলেন গ্যালারিতে, তারাও যেন বিশ্বাস করতে পারছিলেন না ট্রফিটা এভাবে হাতছাড়া হয়ে গিয়েছে!

অন্যদিকে, হাতে গোনা শ দুয়েক নর্থ-ইস্ট ইউনাইটেড সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। নর্থ-ইস্ট কর্ণধার জন আব্রাহাম হাত নেড়ে সেই শ’দুয়েক সমর্থকের প্রতি কুর্নিশ জানাচ্ছিলেন। কিন্তু কেন দু’গোলে এগিয়ে গিয়েও এভাবে ম্যাচ থেকে হারিয়ে গেল মোহনবাগান? দলের কোচ জোসে মোলিনা কোনও রকম রাখঢাক না রেখেই বলে দিলেন, “দ্বিতীয়ার্ধটাই সব ওলোট-পালোট করে দিল। আমাদের কোন সিদ্ধান্তই এই অর্ধে সঠিক বলে প্রমাণিত হয়নি। ভুল হয়ে গিয়েছে অনেক কিছুই।”

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ড ফাইনালে হার, কলকাতা লিগের খেতাবি লড়াই থেকেও বিদায় মোহনবাগানের]

গোল পাওয়ার পরও সাহাল আবদুল সামাদকে তুলে নিয়ে দিমিত্রি পেত্রাতোসকে নামানো নিয়েও সমালোচনার তীর ধেয়ে এসেছে মোলিনার দিকে। সাহালের উঠে যাওয়াটাও যে সঠিক সিদ্ধান্ত ছিল না তাও অস্বীকার করেননি তিনি। হতাশ গলায় মোহনবাগান কোচ আরও বলছিলেন, “আক্রমণে দিমিত্রিকে নামাব বলে সাহালকে তুলে নেওয়ার প্রয়োজনবোধ করেছিলান। ভেবেছিলাম আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। কিন্তু এই সিদ্ধান্তটাও হয়ত কাজে লাগল না।”

তবে দু গোলে এগিয়ে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়ে জেসন কামিংসরা ম্যাচ থেকে হারিয়ে গেল তা মানছেন না মোলিনা। অথচ এই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে তাদের কিছু হারানোর নেই বলে জানিয়েছিলেন নর্থ-ইস্ট কোচ পেদ্রো বেনালি। বোঝাই যাচ্ছে, কলকাতার দর্শকপূর্ণ যুবভারতীতে মোহনবাগানের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে নামার আগে ফুটবলারদের মানসিকভাবে চাপমুক্ত রাখতেই বেনালি এই উক্তি করেছিলেন শুক্রবার। এদিন ম্যাচের শেষে প্রমাণিত হল সেটাই। দু’গোলে পিছিয়ে থেকেও প্রত্যাশার চাপ মাথায় না নিয়ে ম্যাচ বের করে নিয়ে গেলেন জিতিন এমএসরা।

[আরও পড়ুন: কোচের ভুল নাকি ক্লান্তি, কোন পাঁচ কারণে ডুরান্ড ফাইনাল হারল মোহনবাগান?]

এই প্রতিযোগিতায় মোহনবাগানের রক্ষণভাগ নিয়ে সবথেকে বেশি সমালোচনা হয়েছে। এদিনও রক্ষণের বিদেশি ফুটবলার আলবার্তো রদ্রিগেজ পুরো ম্যাচ খেলেননি। তাকেও পরিবর্তন করতে হয়েছে মোলিনাকে। রদ্রিগেজের পরিবর্তন নিয়ে বলতে গিয়ে মোলিনা বলেন, “ও চোট পেয়েছিল বলে তুলে নিতে হয়েছে। শুধু রক্ষণ নিয়ে উদ্বিগ্ন নই, গোটা দলের খেলায় উন্নতির কথা চিন্তা করছি।” তবে আইএসএলের আগে এই হার প্রভাব ফেলবে না বলেই মনে করছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement