মহামেডান: ০
নর্থইস্ট ইউনাইটেড: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে ফের ড্র মহামেডানের। আগের ম্যাচে ওড়িশাকে আটকে দেওয়ার পর এদিন অ্যাওয়ে ম্যাচে নর্থইস্টের সঙ্গেও ড্র করল সাদা-কালো ব্রিগেড। নতুন বছরের শুরুতে ১ পয়েন্ট ঘরে তুলল তারা। যদিও গোলশূন্য ড্র করেও লিগ টেবিলে তাদের অবস্থান বদলাল না। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে চেরনিশভের দল।
এদিন মহামেডানের প্রথম একাদশে ছিলেন না ফ্রাঙ্কা। সেখানে ভারতীয় অ্যাডিসন সিংয়ের উপর ভরসা রেখেছিলেন চেরনিশভ। কিন্তু আক্রমণে ওঠার বদলে অনেক বেশি মনোযোগী হতে হল রক্ষণে। ঘরের মাঠে প্রথমার্ধের অধিকাংশ সময় জুড়েই দাপট ছিল নর্থইস্টের। একাধিকবার গোলের সুযোগও এসে গিয়েছিল আলাদিনদের কাছে। কিন্তু সাদা-কালোর গোলকিপার পদম ছেত্রীর হাত বারবার পরিত্রাতা হয়ে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে ফানাই সহজ গোলের সুযোগ হাতছাড়া না করলে এগিয়ে যেতে পারত মহামেডান। গোলকিপারকে একা পেয়েও সহজ পাস বাড়াতে পারলেন না তিনি।
আবার দ্বিতীয়ার্ধের শুরুতেই নর্থইস্টকে এগিয়ে দিতে পারতেন পার্থিব গোগোই। ৫৭ মিনিটে ফের সুযোগ নষ্ট করেন পার্থিব। অ্যালেক্সিস গোমেজের একটি দুরন্ত ফ্রি কিক সেভ করেন নর্থইস্টের গোলকিপার গুরমীত। শেষের দশ মিনিট প্রবল চাপ আসে মহামেডানের রক্ষণে। কখনও গোললাইন থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডাররা। কখনও-বা আশির আখতার সহজ সুযোগ মিস করেন। মহামেডানের অ্যালেক্সিস গোমেজরা বিচ্ছিন্নভাবে কিছু চেষ্টা চালালেও লাভের লাভ হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় মহামেডান ও নর্থইস্টের ম্যাচ।
গত ম্যাচে শক্তিশালী ওড়িশার সঙ্গে ড্র করেছিল মহামেডান। নর্থইস্টের আগে মোকাবিলার আগে কোচ চেরনিশভের বক্তব্য ছিল, ধারাবাহিকতা বজায় রাখতে চান। ফলাফলের দিক থেকে সেটা অবশ্য বজায় রইল। তাতে অবশ্য লিগ টেবিলে তাদের ছবিটা বদলাল না। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতেই রইল মহামেডান। অন্যদিকে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নর্থইস্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.