মহামেডান কোচ চেরনিশভ।
স্টাফ রিপোর্টার : ডার্বিতে নয় জনের ইস্টবেঙ্গলকে হারাতে না পেরে ম্যাচের শেষে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের নামে গো ব্যাক ধ্বনি দিয়েছেন সাদা-কালো সমর্থকরা।
ইস্টবেঙ্গলের মতো দলকে হারানোর জন্য এর থেকে আর কত ভালো পরিস্থিতি পাবেন অ্যালেক্সিসরা? নয় জনের দলকে সামনে পেয়েওয় গোল করতে ব্যর্থ সাদা-কালো ফুটবলাররা। স্বাভাবিকভাবেই কোচের ওপর আস্থা হারাচ্ছেন সমর্থকরা। তারই বহিঃপ্রকাশ শনিবার ডার্বির শেষে দেখা গিয়েছে। মোহনবাগানের কাছে হার, হায়দরাবাদের কাছে ধরাশায়ী হওয়া। তারপর নজনের ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও ফায়দা তুলতে না পারার পর কোচের স্ট্রাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এর পরের ম্যাচেই মহামেডানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচেও যদি এমন পারফরম্যান্স হয় তাহলে তাঁর ভবিষ্যত নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন কর্তারা। তবে সমস্যা হচ্ছে অর্থ। এই মুহূর্তে যদি চেরনিশভকে সরিয়ে দেওয়া হয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে মহামেডানকে। যেটা এই মুহূর্তে দিতে চাইছেন না তারা। কিন্তু এই সময়সীমা আর কতদিন?
যদিও হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ভরাডুবি হওয়ার পর ইনভেস্টর কর্তারা কোচকে নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছিলেন। তখন কোচকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সমর্থকরাও আস্থা হারাচ্ছেন কোচের উপর। তারই প্রতিফল দেখা গিয়েছে চেরনিশভের নামে ‘গো ব্যাক ধ্বনি’ ওঠায়। পুরো বিষয়টি নজরে রাখছেন কর্তারা। আপাতত শনিবার ডার্বি খেলার পর মহামেডান ফুটবলারদের চার দিনের ছুটি দিয়েছেন চেরনিশভ। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছেন সুনীল ছেত্রীরা। এমন পরিস্থিতিতে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে মহামেডানের বিরুদ্ধে নামতে চলেছেন তারা। অন্যদিকে মহামেডান রক্ষণের অন্যতম ভরসা জোসেফ আদজেইও চোটের জন্য আপাতত মাঠের বাইরে। তিনিও যদি বেঙ্গালুরু ম্যাচে না ফিরতে পারেন তাহলে যথেষ্টই চাপে থাকবেন মহামেডান কোচ চেরনিশভ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.