প্রসূন বিশ্বাস: খেলার মাঠে প্রতিন্দ্বন্দ্বিতা যতই থাক, মাঠের বাইরে সৌজন্য দেখানো ময়দানের রীতি। সেই সৌজন্যের নজির দেখাল ইস্টবেঙ্গল। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা জানাতে ক্লাব তাঁবুতে উপস্থিত লাল-হলুদের কর্মকর্তা। পুষ্পস্তবক ও মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হল পড়শি ক্লাবের হাতে।
রবিবার যুবভারতীতে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ৯৩ মিনিটে মোলিনার দলের হয়ে গোল করেন পেত্রাতোস। স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে রয়েছেন সবুজ-মেরুন ভক্তরা। ২ ম্যাচ বাকি থাকতেই ভারতসেরা হল মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গল এখনও প্লে অফের লড়াই লড়ছে।
মাঠে যে লড়াই চলুক না কেন, মাঠের বাইরে সম্প্রীতির বার্তা ইস্টবেঙ্গল। এদিন সন্ধ্যায় মোহনবাগান তাঁবুতে পুষ্পস্তবক ও মিষ্টির হাঁড়ি নিয়ে উপস্থিত হন লাল-হলুদ কর্মকর্তারা। মোহনবাগানের কর্তাব্যক্তিদের হাতে সেগুলি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, চ্যাম্পিয়ন দলকে এর আগেও শুভেচ্ছা জানিয়েছে ইস্টবেঙ্গল। গতবার আইএসএল কাপ জয়ী মুম্বই সিটিকে মধ্যরাতে শুভেচ্ছা জানিয়েছিল তারা।
আইএসএলে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট মোহনবাগানের। ৯ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২১ ম্যাচে ২৪। আইএসএলের দুটি ডার্বিতেই জয়লাভ করেছে সবুজ-মেরুন বাহিনী। সেই প্রতিদ্বন্দ্বিতার সঙ্গেই ময়দানে বজায় থাকল সৌজন্যের বার্তা। তবে সমর্থকদের একাংশের বক্তব্য, যে তৎপরতার সঙ্গে পড়শি ক্লাবে শুভেচ্ছা ও মিষ্টির হাঁড়ি পৌঁছে দিল ইস্টবেঙ্গল, দলগঠন নিয়ে সেই তৎপরতা থাকলে বর্তমানে আরও ভালো জায়গায় থাকতে পারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.