Advertisement
Advertisement
ISL 2024

ISL Kolkata Derby Live: ম্যাকলারেনের দুরন্ত গোল, প্রথমার্ধেই এগিয়ে গেল মোহনবাগান

একাধিক গোলের সুযোগও নষ্ট করলেন সবুজ-মেরুনের ফুটবলাররা।

ISL 2024: Maclaren scores for Mohun Bagan vs East Bengal
Published by: Arpan Das
  • Posted:October 19, 2024 6:54 pm
  • Updated:October 19, 2024 8:58 pm

উৎসবের মধ্যেই বাংলায় ডার্বি-উৎসব। মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। যদিও মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুটি দলের অবস্থা সম্পূর্ণ আলাদা। সবুজ-মেরুন ব্রিগেড আগের ম্যাচেই মহামেডানকে উড়িয়ে দিয়ে উজ্জীবিত। অন্যদিকে আইএসএলে টানা চার ম্যাচ হেরে চাপে লাল-হলুদ বাহিনী। কিন্তু বলা হয় ডার্বি সবসময়ই সমান-সমান। যুবভারতীতে শেষ পর্যন্ত উৎসব করবে কোন দল? মোলিনার মোহনবাগান কি পারবে জয়ের ধারা অব্যাহত রাখতে? নাকি নতুন কোচ অস্কার ব্রুজোর অধীনে ইস্টবেঙ্গল তুলে নেবে লিগের প্রথম জয়?

৬৪ মিনিট: ইস্টবেঙ্গলের ক্লেটনের জায়গায় নামলেন দিয়ামান্তাকোস। তার আগেই একটি সুযোগ চলে এসেছিল লিস্টনের কাছে। কিন্তু গোলের ব্যবধান বাড়েনি। 

Advertisement

৫৯ মিনিট: প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করতে পারতেন লিস্টন। তাঁর দূরপাল্লার শট বাঁচিয়ে দেন গিল। 

৫২ মিনিট: দ্বিতীয়ার্ধেও ছবিটা একই রকম। ক্রমাগত আক্রমণ মোহনবাগানের। 

৪৮ মিনিট: ফের গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। কিন্তু অনেকটা বেরিয়ে এসে মনবীরকে আটকে দিলেন গিল। 

দ্বিতীয়ার্ধ শুরু: খেলা শুরু দ্বিতীয়ার্ধের। ইস্টবেঙ্গল কি কামব্যাক করতে পারবে? বাকি ব্যবধান আরও বাড়াবে মোহনবাগান? ইস্টবেঙ্গল এর মধ্যেই ফুটবলার পরিবর্তন করেছে। ডেভিডের জায়গায় এসেছেন পিভি বিষ্ণু। 

প্রথমার্ধ শেষ: ১-০ গোলে এগিয়ে মোহনবাগান। যদিও একাধিক গোলের সুযোগও নষ্ট করলেন ম্যাকলারেনরা। অন্যদিকে বিচ্ছিন্ন কয়েকটি আক্রমণ ছাড়া সেভাবে নজরে পড়লেন না ইস্টবেঙ্গলের আক্রমণভাগের ফুটবলাররা। 

৪১ মিনিট: সেই ম্যাকলারেন। প্রভসুখন গিলের পায়ের সামনে দিয়েই গোল করে গেলেন তিনি। মোহনবাগান এগিয়ে গেল ১-০ গোলে। ডানদিক থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন মনবীর সিং। আনোয়ার-ইউস্তেদের টপকে জালে বল জড়িয়ে দিলেন ম্যাকলারেন। 

৪০ মিনিট: ফের গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের। এবারও কাজে লাগাতে ব্যর্থ কোলাসো-ম্যাকলারেনরা। 

৩০ মিনিট: দূরপাল্লার শট লিস্টনের। কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়ে যায়। 

২৫ মিনিট: কর্নার থেকে দুরন্ত হেড মনবীরের। বাঁচিয়ে দেন গিল। ফিরতি বল বাঁচিয়ে দেন ইউস্তে। 

১৮ মিনিট: গোল করে দিয়েছিলেন মনবীর সিং। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল করা হয়। 

১৭ মিনিট: সহজ গোলের সুযোগ নষ্ট ম্যাকলারেনের। ইস্টবেঙ্গলের গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ। মারলেন সোজা গিলের গায়ে। 

১০ মিনিট: বলের দখল মোহনবাগানের কাছেই। এখনও সেভাবে আক্রমণেই উঠতে পারেনি লাল-হলুদ বাহিনী। 

৩ মিনিট: ইস্টবেঙ্গল বক্সে শুরু থেকেই ক্রমাগত আক্রমণ মোহনবাগানের। এসে গিয়েছিল গোলের সুযোগও। 

সন্ধ্যা ৭:৩০- বল গড়াল মরশুমের প্রথম কলকাতা ডার্বির। 

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ, টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, শুভাশিস বোস (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন। 

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, হেক্টর ইউস্তে, আনোয়ার আলি, প্রভাত লাকরা, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, নন্দ কুমার, ক্লেটন সিলভা (অধিনায়ক), মাদিহ তালাল, ডেভিড। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement