Advertisement
Advertisement

Breaking News

East Bengal

দিমিত্রির মাথা গরমের লাল কার্ডে ছন্দপতন, প্লে অফের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

মেসি বাউলির গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না অস্কার ব্রুজোর দলের।

ISL 2024: East Bengal and Bengaluru Fc match ends in draw and play off hope finished for East Bengal
Published by: Arpan Das
  • Posted:March 2, 2025 9:27 pm
  • Updated:March 2, 2025 9:45 pm  

ইস্টবেঙ্গল: ১ (মেসি)
বেঙ্গালুরু: ১ (সুনীল)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি মরশুম। আরও একবার স্বপ্নভঙ্গ। বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। মেসি বাউলির গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না অস্কার ব্রুজোর দলের। যার জন্য আঙুল উঠতে পারে প্রথমার্ধের শেষ লগ্নে দিয়ামান্তোকোসের অযথা মাথা গরম করে লাল কার্ডের দিকে। সেখান থেকেই ছন্দপতন। দশ জনে লড়াই করেও ৩ পয়েন্ট পেল না ইস্টবেঙ্গল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। সেই সঙ্গে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল লাল-হলুদ বাহিনী।

Advertisement

যুবভারতীতে প্রথমার্ধে একগুচ্ছ গোল না মিস করলে ম্যাচ ওখানেই পকেটে পুরে ফেলতে পারত ইস্টবেঙ্গল। ১০ মিনিটে দিয়ামান্তোকোসের শট গোলে ঠেলতে পারলেন না বিষ্ণু। অবশ্য পরের মিনিটেই ক্ষতিপূরণ করলেন মেসি বাউলি। বেঙ্গালুরু বক্সের মাথায় ক্রেসপো পড়ে গিয়েও পাস বাড়িয়ে দেন। বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করতে ভুল করেননি মেসি। ২৭ মিনিটে অবশ্য ফের ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না বিষ্ণু। বিপদ বাঁধল প্রথমার্ধের শেষ লগ্নে। এমনিতে অফসাইডে দাঁড়িয়ে থাকা ছাড়া খুব বেশি কাজ করছিলেন না দিয়ামান্তোকোস। তার মধ্যে সংযুক্তি সময়ে অযথা মাথা গরম করে নোগুয়েরাকে ‘হেডবাট’ দিলেন তিনি। ফলস্বরূপ লাল কার্ড দেখে মাঠের বাইরে।

ম্যাচের রাশ ওখান থেকেই ইস্টবেঙ্গলের হাতছাড়া। দ্বিতীয়ার্ধ জুড়ে শুধুই বেঙ্গালুরুর দাপট। তার মধ্যে একটি নিশ্চিত গোল বাঁচাল বারপোস্ট। বাকিটা সৌভিক-মহেশদের লড়াকু মনোভাব ও প্রভসুখন গিলের হাত। গোললাইন থেকে বল ফেরালেন সেলিস। বেঙ্গালুরুর ফুটবলাররা গোল মিস করে আরও কিছুটা সাহায্য করেছিল ইস্টবেঙ্গলকে। এর মধ্যে অবশ্য পালটা গোল করার সুযোগও এসেছিল। সৌভিকের একটি দূরপাল্লার শট বাঁচান গুরপ্রীত। গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারলেন না জিকসন।

আর এই সমস্ত ভুলের খেসারত দিতে হল ৮৯ মিনিটে। বক্সের মধ্যে নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। গোল করতে ভুল করেননি সুনীল ছেত্রী। ধূলিসাৎ হয়ে গেল দশজনের যাবতীয় লড়াই। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। প্লে অফের স্বপ্নও শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের জন্য। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ২৮। অন্যদিকে ২২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নর্থইস্ট ইউনাইটেড। ফলে পরের ম্যাচে তাদেরকে হারালেও সেরা ছয়ে ঢুকতে পারবেন না সেলিসরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub