স্টাফ রিপোর্টার: লিগ শিল্ড জয়ের পর্ব শেষ। প্লে-অফে খেলতে নামার আগে এখনও দু’ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের। শিল্ড জয়কে অতীত ভেবেই সবুজ-মেরুন শিবির চাইছে বাকি দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে প্লে-অফে নামতে। শনিবার মুম্বই এরিনাতে মুম্বই সিটি এফসির মুখোমুখি হতে চলেছেন জেমি ম্যাকলারেনরা। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে জেসন কামিংস না থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ জোসে মোলিনা। চোটের জন্য এই ম্যাচে থাকবেন না আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার সাহাল আবদুল সামাদও।
মুম্বই সিটির বিরুদ্ধে আইএসএলে মোহনবাগানের রেকর্ড খুব একটা ভালো নয়। সেই ধারাকেও এবার পরিবর্তন করতে চাইছেন মোলিনা। উলটো দিক থেকে এখনও পর্যন্ত প্লে-অফে নিশ্চিত না হওয়া মুম্বইয়ের কাছেও এই ম্যাচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই মরশুমে আইএসএলের প্রথম লেগে দু’দলের লড়াই ড্র হয়েছিল। গত পাঁচটি ম্যাচে টানা জয়ের মুখ দেখা গ্রেগ স্টুয়ার্টরা চাইবেন একই সঙ্গে এই ম্যাচ জিতে জয়ের ডবল হ্যাটট্রিক করতে। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে যথেষ্টই সমীহ করলেন মোলিনা। তিনি বলছেন, “মুম্বই যথেষ্টই ভালো দল। ওদের বেশ কয়েকজন দক্ষ ফুটবলার রয়েছে, যারা সুযোগের সদ্ব্যবহার করে গোল তুলে নিতে পারে। কঠিন প্রতিপক্ষ সন্দেহ নেই। তবে আমারও ছেলেদের উপর বিশ্বাস রয়েছে।”
শেষ ম্যাচে ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ড জয় করে যথেষ্টই আত্মবিশ্বাসী মোহনবাগান। এবার ম্যাকলারেনদের লক্ষ্য আইএসএল কাপ জয়। এই মরশুমে মুম্বই এখনও পর্যন্ত মাত্র আটটি ম্যাচে জয় পেয়েছে। মুম্বই সিটি কোচ পিটার ত্রুটিকি বলছেন, “আমাদের থেকে মোহনবাগান ফাইনাল থার্ডে যথেষ্টই সক্রিয়। এই মরশুমে এখনও পর্যন্ত যথেষ্ট গোলের সুযোগ তৈরি করলেও তা থেকে গোল তুলে আনতে পারিনি। এই একটি জায়গায় উন্নতি করে শনিবার নামতে চাই।” মুম্বই এখনও পর্যন্ত ঘরের মাঠে মাত্র চারটি ম্যাচে জয়ের মুখ দেখেছে।
চোট আর কার্ড সমস্যার জন্য দলের সঙ্গে মুম্বই যাননি সাহাল ও কামিংস। শনিবার প্রথম একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন মোলিনা। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীদের প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও জয়ের ধারাবাহিকতাকে বজায় রাখাই প্রধান লক্ষ্য ম্যাকলারেনদের।
আজ আইএসএলে
মুম্বই সিটি এফসি বনাম মোহনবাগান মুম্বই, বিকাল ৫.০০
স্টার স্পোর্টস ও জিও হটস্টার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.