Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

‘মোহনবাগানের মতো খেলিনি’, মুম্বইয়ের সঙ্গে ড্র করে হতাশ মোলিনা, ওড়ালেন আত্মতুষ্টির তত্ত্ব

প্লে-অফে কোন ছকে নামতে চান মোহনবাগান কোচ?

ISL 2024-25: Mohun Bagan Coach Jose Molina speaks on Mumbai CIty FC Draw

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2025 1:50 pm
  • Updated:March 2, 2025 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হতাশ মোহনবাগান কোচ হোসে মোলিনা। দু’গোলে এগিয়ে থেকেও যেভাবে ১০ জনের মুম্বইকে হারাতে ব্যর্থ হল মোহনবাগান, তাতে আপসোস করছেন মোলিনা। তিনি বলছিলেন, “প্রথমার্ধটা আমরা ভালোই খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে মোহনবাগানের মতো খেলতে পারিনি।

Advertisement

একটা অভিযোগ উঠছে, মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর খানিক গা-ছাড়া মনোভাব দেখিয়ছেন মোহনবাগান ফুটবলাররা। যদিও কোচ মোলিনা তা মানতে নারাজ। ম্যাচ শেষে তিনি বলে গেলেন, “প্রথমার্ধে ৪৫ মিনিট আমাদের দুর্দান্ত ছিল। ভাববেন না আমরা গা-ছাড়া ভাব দেখিয়েছি। আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করেছি, ভালোভাবে খেলেছি, ভালোভাবে ডিফেন্ড করেছি, আক্রমণ করেছি। দু’টো গোলও করেছি।”

তবে ফলাফল পক্ষে না যাওয়ায় হতাশ মোলিনা। তিনি বলছেন, “আমাদের একজন ফুটবলার বেশি থাকার পরও মুম্বই সিটি এফসি ভালো খেলল, ওরা সত্যিই সংগঠিত, টেকনিকে শক্তিশালী এবং গুণগত মানসম্পন্ন। সত্যি বলতে, আমরা চাপের মধ্যে ছিলাম না। কারণ, দুটি সেট-পিস ছাড়া ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে এতদিন আমরা সেট-পিসে শক্তিশালী ছিলাম, অথচ আজ দু’টো গোল সেট-পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনেই খেলতে হবে।”

লিগের শেষ ম্যাচে গোয়ার মুখোমুখি হবে মোহনবাগান। সেটাকে প্লে-অফের মহড়া হিসাবে দেখা হচ্ছে। মোলিনা বলছেন, শেষ ম্যাচ বা প্লেঅফে নতুন কোনও পরিকল্পনা নেই তাঁর। তিনি বলছেন, “আমার কাছে বিষয়টা সহজ। আমাদের সেইভাবে খেলতে হবে যেভাবে আমরা প্রতিদিন অনুশীলন করি, যেভাবে আমরা প্রতিটি ম্যাচ খেলি। অন্যরকম কিছু করার চেষ্টা করা উচিত নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement