স্টাফ রিপোর্টার: মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club ) ইনভেস্টর সংক্রান্ত জট কাটল অনেকটাই। মঙ্গলবার দুই ইনভেস্টর শ্রাচী এবং বাঙ্কারহিলের সঙ্গে বৈঠকে বসেন সাদা-কালো কর্তার। সেই আলোচনাতেই জট কেটে ত্রিপাক্ষিক চুক্তি সই করা নিয়ে পথ খুলেছে বলে খবর।
মহামেডান সচিব ইসতিয়াক আহমেদের কথায়, “আমরা আলোচনায় বসেছিলাম। প্রায় সবকিছুই চূড়ান্ত। সমস্যা মিটেছে। বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য সংখ্যা নিয়ে আমরা একমত হয়েছি।” যা পরিস্থিত, বুধবারই এই সই পর্ব মিটে যাবে বলে আশাবাদী সব পক্ষ। ফলে আইএসএলের (ISL 2024-25) আগে স্বস্তি ফিরল সাদা-কালো শিবিরে।
মহামেডানের ইনভেস্টর হিসেবে দীর্ঘদিন ধরেই রয়েছে বাঙ্কারহিল। আইএসএলের আগে শ্রাচী স্পোর্টস অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাতের দিকে এক ভিডিও বার্তায় মহামেডান কর্তাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং। তিনি সাদা-কালো শিবির থেকে সরে যাওয়ার কথাও জানান সেখানে। এরপরই এদিন তড়িঘড়ি বৈঠকে বসা হয়। বৈঠকে উপস্থিত এক পক্ষের বক্তব্য, মিটিংয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই বৈঠকেই জট কেটেছে।
গত রবিবার প্রকাশিত হয়েছে আইএসএলের চলতি বছরের সূচি। এবারই দেশের সেরা ফুটবল টুর্নামেন্টে অভিষেক ঘটতে চলেছে মহামেডানের। দেশের এক নম্বর লিগে মহামেডানের প্রথম ম্যাচে ১৬ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। আই লিগ জয়ী দল আইএসএলের মঞ্চে নিজেদের ছাপ রাখতে মরিয়া হবে, সেই কথা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.