Advertisement
Advertisement

Breaking News

Mohammedan Sporting club

নেই হুগো, মুর্তাদা ফল, ‘দুর্বল’ ওড়িশার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে মহামেডান

ওড়িশার যেমন কার্ডের কাঁটা, মহামেডানে তেমন চোটের গেরো।

ISL 2024-25: Mohammedan Sporting club faces Jamshedpur FC
Published by: Subhajit Mandal
  • Posted:February 28, 2025 3:38 pm
  • Updated:February 28, 2025 3:38 pm  

স্টাফ রিপোর্টার: কার্ড সমস্যায় নেই হুগো বুমোস আর মুর্তদা ফল। চোটে অনিশ্চিত দিয়েগো মরিসিও। ব্যক্তিগত সমস্যায় খেলবেন না আহমেদ জাহুও। এমন পরিস্থিতিতে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে মহামেডান।

Advertisement

শুক্রবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশার মুখোমুখি হচ্ছে মহামেডান। আইএসএলে প্রথম সাক্ষাতে সের্জিও লোবেরার দল ফিরেছিল এক পয়েন্ট নিয়ে। তবে তাদের ডেরা থেকে পুরো পয়েন্ট নিয়ে ফেরাই পাখির চোখ সাদা-কালোর। দলের এক সদস্য বলছিলেন, “হুগো ও ফলের মতো দু’জন বিদেশি নেই। পাশাপাশি যা শুনছি জাহুও খেলবে না। ফলে ওদের যে কিছুটা শক্তিক্ষয় হচ্ছে, বলাই বাহুল্য। আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।” তবে ওড়িশার এখনও সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা মাথায় রেখে কিছুটা সাবধানী শেষ পাঁচ ম্যাচে হারা মহামেডান। তাদের বক্তব্য, ওড়িশার কাছে এখন প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। কাজেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে চলবে না।

ওড়িশার যেমন কার্ডের কাঁটা, মহামেডানে তেমন চোটের গেরো। ফিটনেস ইস্যুতে এই ম্যাচে নেই আদিঙ্গা এবং মহম্মদ ইরশাদ। তবে দলকে স্বস্তি দিয়ে কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন মিরজালল কাসিমভ। তিনি ফেরায় অনেকটাই শক্তিশালী হবে সাদা-কালো মাঝমাঠ। এই মুহূর্তে মহামেডান শিবিরের হারানোর কিছুই নেই। ফলে অনেকটাই চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে সাদা-কালো শিবির।

আজ আইএসএলে
ওড়িশা এফসি বনাম মহামেডান
ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০
স্টার স্পোর্টস ও জিও-হটস্টারে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub