Advertisement
Advertisement
ISL 2024-25

আইএসএলে মহামেডানের সামনে ওড়িশা, ‘লাস্ট বয়’ তকমা ঘোচাতে পরিকল্পনায় বদল চেরনিশভের!

চোটের জন্য জোসেফ আদজেই, গৌরব বোরা এই ম্যাচে নেই।

ISL 2024-25: Mohammedan SC will face Odisha FC in Indian Super League

ছবি: মহামেডান সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:December 27, 2024 3:47 pm
  • Updated:December 27, 2024 4:28 pm  

স্টাফ রিপোর্টার: ওড়িশা এফসি এই মুহূর্তে আইএসএল (ISL 2024-25) পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে। আর মহামেডান রয়েছে একেবারে শেষে। কিশোরভারতী স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হচ্ছে শুক্রবার। এই ম্যাচ জিতে ওড়িশা কোচ সের্জিও লোবেরা মুম্বই সিটি এফসিকে টপকে চতুর্থ স্থানে উঠে আসতে চাইছেন। তখন মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের লক্ষ্য জিতে অন্তত লিগ টেবলের তলানি থেকে একধাপ উঠে দ্বাদশতম স্থানে আসা।

ধারাবাহিতার অভাবের জন্যই চেরনিশভের সহকারি হিসাবে ইতিমধ্যেই মেহরাজউদ্দিনের নাম ঘোষণা করে দিয়েছে মহামেডান। তার উপর শুক্রবারও যদি ঘরের মাঠে ফের খারাপ ফল হয় তাহলে আরও চাপ বাড়বে চেরনিশভের ওপর। চোটের জন্য জোসেফ আদজেই, গৌরব বোরা এই ম্যাচে নেই। মুখে চোট লাগায় ফেস মাস্ক পরে দলের সঙ্গে অনুশীলনও করছেন গৌরব। ফিট হলে পরের ম্যাচ থেকে তিনি আবার ফিরবেন। সেক্ষেত্রে গৌরব ফিরলে ডিফেন্স নিয়ে কিছুটা সমস্যা মিটবে চেরনিশভের। কিন্তু এই ম্যাচে ওড়িশার আক্রমণভাগের অভিজ্ঞ দিয়েগো মরিসিও, হুগো বুমোসদের কীভাবে আটকাবেন ফ্লোরেন্ত ওগিয়ের, আদিঙ্গারা, সেটাই দেখার। মহামেডান কোচ মুখে বলছেন এই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে পরিকল্পনা বদল করতে চান। কিন্তু পরিকল্পনা বদল করতে হলে হাতে ভালো বিকল্প ফুটবলারের প্রয়োজন। দলের যা পরিস্থিতি তাতে নতুন পরিকল্পনা কতটা করতে পারবেন, তা তিনিই জানেন। ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে মহামেডান কোচ বলেন, “৬০-৬৫ মিনিট ভালো খেলেলেই হবে না। পুরো ম্যাচ ভালো খেলতে হবে। বল নিয়ন্ত্রেণে রাখতে হবে বেশি সময়। প্রতিপক্ষ বল পেলেই ভয়ঙ্কর হয়ে যাবে। সেটা মাথায় রাখতে হবে। ওড়িশার বিরুদ্ধে আমাদের পরিকল্পনা বদলাতে হবে। আমাদের জন্য ম্যাচটা কঠিন হতে চলেছে।”

Advertisement

কয়েকদিন আগে হালকা চোট পেলেও এখন ফিট হয়েছেন সিজার মাঞ্জোকি। নতুন ফুটবলার হিসাবে এদিন মহামেডান অনুশীলনে যোগ দিয়েছেন মহীতোষ রায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement