Advertisement
Advertisement
ISL 2024-25

শেষ মুহূর্তে গোল হজম, ক্লান্তি চিন্তা বাড়াচ্ছে কোচ চেরনিশভের

সংযুক্ত সময়ে গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করেছে মহামেডান।

ISL 2024-25: Mohammedan SC coach worried about tiredness of footballers

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 23, 2024 3:34 pm
  • Updated:September 23, 2024 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচে একেবারে সংযুক্ত সময়ে এসে গোল খেয়ে গিয়েছে দল। প্রথম ম্যাচে সংযুক্ত সময়ে গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও একই ভাবে সংযুক্ত সময়ে গোল খেয়ে জেতা ম্যাচ ড্র করেছে মহামেডান। বারবার ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল খাওয়া নিয়ে প্রাক মরশুম প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে দায়ী করছেন মহামেডান (Mohammedan SC) কোচ আন্দ্রে চেরনিশভ।

তাঁর মতে, প্রাক মরশুম প্রস্তুতি ঠিকঠাক না হওয়ায় সত্তর মিনিটের পর ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছেন। এই ক্লান্তিই পিছিয়ে দিচ্ছে মহামেডানকে। চেরনিশভ বলছেন, “এটা ঠিকই সত্তর মিনিটের পর ছেলেরা ক্লান্ত হয়ে পড়ছে। ফলে অন্য দল খেলার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আমরা পঁচিশ দিনের বেশি প্রস্তুতি নিতে পারিনি। যেটা অন্তত পঁয়তাল্লিশ দিন হওয়া উচিত ছিল। পরের ম্যাচে নামার আগে হাতে কয়েকদিন সময় আছে। তারপর কয়েকদিন খেলার বিরতি থাকবে। তখন দলটাকে ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে।”

Advertisement

মহামেডানের পরের ম্যাচে (ISL 2024-25) প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। এবার প্রথম অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে অ্যালেক্সিসরা। গত ম্যাচে ফ্রাঙ্কোরা প্রচুর গোলের সুযোগ নষ্ট করলেও তা নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন চেরনিশভ। প্রথম দুই ম্যাচে আই লিগ চ্যাম্পিয়নদের লড়াকু ফুটবল নজর কেড়েছে সমর্থকদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement