Advertisement
Advertisement
East Bengal

নয়া স্ট্রাইকার ও ডিফেন্ডারের খোঁজে ব্যস্ত অস্কার, ইস্টবেঙ্গলের নজরে রবসন ছাড়া আর কে?

অস্কার ব্রুজো বসুন্ধরা কিংসে কোচ থাকার সময় তাঁর কোচিংয়ে খেলেছেন রবসন। তার উপর সদ্য ফ্রি ফুটবলার হয়েছেন।

ISL 2024-25: East Bengal coach Oscar Bruzon eyeing for striker and defender including Robson
Published by: Arpan Das
  • Posted:December 7, 2024 2:23 pm
  • Updated:December 7, 2024 3:56 pm  

দুলাল দে: ম্যানেজমেন্টের কাছে একজন স্ট্রাইকার এবং একজন ডিফেন্ডার চাইলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজো। আর সেই সূত্র ধরেই ফের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন ডিসিলভার নাম ভেসে উঠেছে লাল-হলুদে। কারণ, বাংলাদেশের বসুন্ধরা কিংস থেকে নভেম্বরের শেষ সপ্তাহেই চুক্তি ছিন্ন করেছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। তাই অস্কার ব্রুজোর দাবি মেনে রবসনের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। একই সঙ্গে এখনও পর্যন্ত কোনও নাম ঠিক না হলেও খোঁজ করা হচ্ছে একজন ডিফেন্ডারেরও। বলাই বাহুল্য সেক্ষেত্রে কাদের ছেড়ে দেওযা হতে পারে। তবে যতক্ষণ না নতুন ফুটবলার চুক্তি হচ্ছে, চুক্তি বাতিলের তালিকায় থাকা দুই ফুটবলারের নাম সরকারি ভাবে বলছে না ইস্টবেঙ্গল। একটাই কারণ, সেক্ষেত্রে সামনের ম্যাচগুলিতে দলে প্রভাব পড়তে পারে। কিন্তু নাম দুটো যে ক্লেটন এবং হিজাজি হতে পারে, তা বলাই বাহুল্য।

অস্কার ব্রুজোর হাতে পড়ে মাঠে-মাঠের বাইরে অনেকটাই বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। আজ চেন্নাইয়িন এফসি ম্যাচের পরেই পর পর তিনটে ম্যাচ, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং জামশেদপুরের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ কোচ মনে করছেন, সুপার সিক্সে যাওয়ার জন্য ঘরের মাঠের এই তিনটে ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরেই বোঝা যাবে, এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে ঠিক কোথায় পৌঁছতে পারে ইস্টবেঙ্গল। তারই আগে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন, এই দলটার সঙ্গেই একজন স্ট্রাইকার এবং একজন ডিফেন্ডার দিলে দলটা সত্যিই দাঁড়িয়ে যাবে।

Advertisement

অস্কার ব্রুজো বসুন্ধরা কিংসে কোচ থাকার সময় তাঁর কোচিংয়ে খেলেছেন রবসন। তার উপর সদ্য ফ্রি ফুটবলার হয়েছেন। সেই কারণেই রবসনকে নিয়ে আসার কথা বেশি করে শোনা যাচ্ছে লাল-হলুদে। তবে একমাত্র রবসনের সঙ্গেই লাল-হলুদ কর্তারা কথা বলছেন, এরকম নয়। তবে কোচ অস্কার ব্রুজো নিজের থেকে কোনও ফুটবলারের নাম পরামর্শ হিসেবে দিতে খুব একটা চাইতেন না। কারণ, অতীতে দেখা গিয়েছে, বিদেশি ফুটবলার নিয়ে আসার পিছনে যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন বিদেশি কোচরা। এক্ষেত্রে ফুটবলারটি ব্যর্থ হলে নানারকম গল্পও শোনা গিয়েছে। ঠিক এই সব কারণেই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতে চান ইস্টবেঙ্গল কোচ। অবশ্যই তাঁর পছন্দ এবং অনুমতি ছাড়া কোনও বিদেশি ফুটবলারের সই হবে না ইস্টবেঙ্গলে। কিন্তু তিনি নিজের থেকে নাম বলছেন না। ইস্টবেঙ্গল কর্তারা যে যে ফুটবলারের সিভি নিয়ে আসছেন, তার মধ্যে থেকে নিজের পছন্দের ফুটবলারের নাম জানাচ্ছেন। কোচের পছন্দ করা ফুটবলারের সঙ্গেই কথা বলছে টিম ম্যানেজমেন্ট। তবে যতটা সহজে ব্যাপারটা বলা গেল, পরিস্থিতি ততটা সহজ নয়। এর একটাই কারণ, অর্থ। নতুন করে ভাল দু’জন বিদেশি ফুটবলার আনতে গেলে তাঁদের সঙ্গে ভাল অঙ্কর আর্থিক চুক্তি করতে হবে। আবার যে দু’জন ফুটবলারকে ছেড়ে দেওয়া হবে, তাঁদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সব মিলিয়ে ভাল একটা আর্থিক ধাক্কা। এই কারণেই নতুন ফুটবলার নিতে গিয়ে কিছুটা হলেও ধীর গতিতে চলতে চাইছে ইস্টবেঙ্গল। দেখে নিতে চাইছে, সামনের দু’একটা ম্যাচে ফল। যদি দেখা যায়, সুপার সিক্সে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আর্থিক বোঝা মাথায় নিয়েও তাড়াতাড়ি করে স্ট্রাইকার আর স্টপারের দু’জন বিদেশি ফুটবলারকে নিয়ে আসা হবে। তবে ফুটবলারদের সঙ্গে কথা বার্তা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement