বেঙ্গালুরু এফসি: ৫ (সুরেশ, এডগার মেন্ডেজ, রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী, জর্জ পেরেরা)
মুম্বই সিটি এফসি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাপট বোধ হয় একেই বলে। আইএসএলের নকআউটে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে গোলের মালা পরিয়ে সেমিফাইনালে চলে গেল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শেষ চারে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ মানোলো মার্কেজের এফসি গোয়া।
আইএসএলে গত বারের কাপ চ্যাম্পিয়ন মুম্বইয়ের এই মরশুমে নক-আউটে যোগ্যতা অর্জন করা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। লিগ পর্বে ২৪ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট অর্জন করে টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন ছাংতে-রা। সমসংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে শেষ করা বেঙ্গালুরুর পয়েন্ট ছিল ৩৮। ফর্মের বিচারে এগিয়েই ছিল বেঙ্গালুরু। তাছাড়া চোট আঘাতজনিত সমস্যাও ভুগিয়েছে মুম্বইকে। এদিন তিরির মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে পায়নি মুম্বই। তবে এত কিছু সত্ত্বেও প্রথম নকআউট ম্যাচটা যে এতটা একপেশে হয়ে যাবে সেটা হয়তো অতি বড় বেঙ্গালুরু সমর্থকও ভাবেননি।
শনিবার ঘরের মাঠ কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের একেবারে শুরু থেকে দাপট দেখানো শুরু করে বেঙ্গালুরু। মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন সুরেশ সিং। ডানপ্রান্ত থেকে আসা বলে নিখুঁত ফিনিশ করেন বেঙ্গালুরুর ফরওয়ার্ড। দ্বিতীয় গোলটি করেন এডগার মেন্ডেজ। এবারের গোলটি আসে পেনাল্টি স্পট থেকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশায় আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে আরও বিপদ ডেকে আনে মুম্বই। তাদের কার্যত গোলের মালা পরিয়ে দেন সুনীল ছেত্রীরা। ৬২ মিনিটে রায়ান উইলিয়ামস, ৭৬ মিনিটে সুনীল ছেত্রী এবং ৮৩ মিনিটে জর্জ পেরেরা গোল করে জয়ের ব্যবধান ৫-০ করে দেন।
ফাইভ স্টার পারফরম্যান্সের এই জয় সেমিফাইনালে ওয়েস্ট ব্লক ব্লুসদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী ২ এপ্রিল সেমিফাইনালের প্রথম পর্বে এফসি গোয়ার মুখোমুখি হবে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.