সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশম আইএসএলের দামামা বেজে গিয়েছে। গত তিন বছরের ব্যর্থতার রেশ কাটিয়ে এ বছর নতুন করে শুরু করতে চাইছে লাল-হলুদ শিবির। আর এই নতুন সোপানে নতুন জার্সি পরে নামবেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, মহেশ সিংরা।
The colours that bring us together, the fire that keeps us going. Presenting our new for #ISL10! ❤️
হাতে মশাল বুকে বারুদ,
আমরা সবাই লাল-হলুদ #JoyEastBengal #EastBengalFC #IndianFootball pic.twitter.com/fQq9qT31YZ— East Bengal FC (@eastbengal_fc) September 12, 2023
মঙ্গলবার ক্লাবের নতুন জার্সি প্রকাশ করেছে লাল-হলুদ শিবির। এক বিশেষ ভিডিও-য় ওই জার্সি উন্মোচন করেছে লাল-হলুদ শিবির। সেই সঙ্গে ক্লাবের বক্তব্য, “এই রংটাই আমাদের একসঙ্গে নিয়ে আসে। এই আগুনটা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে।” মোটামুটিভাবে ইস্টবেঙ্গলের জার্সির চিরাচরিত ডিজাইনই রাখা হয়েছে। এবার জার্সির সামনে পিছনে ইস্টবেঙ্গলের নতুন স্পনসর ‘ব্যাটারি’র নাম লেখা। জার্সির পিছনেও একই ডিজাইন রাখা হয়েছে। এছাড়াও জার্সিতে স্পনসর হিসেবে রয়েছে ইমামির নাম। প্যান্টের রং কালো।
New #ISL season, vintage vibes! #AmagoFans, how excited are you to see us in action in our classic design?#JoyEastBengal #EastBengal #ISL10 #IndianFootball pic.twitter.com/YFMiATWRrM
— East Bengal FC (@eastbengal_fc) September 12, 2023
গত তিন বছর আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। তবে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) কোচিংয়ে এবারের ডুরান্ড কাপে (Durand Cup 2023) লাল-হলুদ অনেক বেশি তাগিদ দেখিয়েছে। আইএসএলেও সেই তাগিদই দেখতে চাইবেন লাল-হলুদ সমর্থকরা।
২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তাঁদের দ্বিতীয় ম্যাচও ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে। ২৮ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বি খেলবে লাল-হলুদ শিবির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.