Advertisement
Advertisement

Breaking News

ISL Mohun Bagan East Bengal

ISL 2023-24: দুর্গাপুজোর সময় ডার্বি-সহ একাধিক ম্যাচ আয়োজনে তীব্র জটিলতা, জানিয়ে দিলেন অরূপ বিশ্বাস

ডার্বি আয়োজন ঘিরে জটিলতা।

ISL 2023-24: Mohun Bagan vs East Bengal Kolkata derby uncertain due to police protection during Durga Puja। Sangbad Pratidin

আইএসএল-এর ডার্বি নিয়ে জটিলতা। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 7:07 pm
  • Updated:September 14, 2023 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আশঙ্কাই সত্যি হল। আসন্ন আইএসএল-এর (ISL 2023-24) প্রথম ডার্বি (Kolkata Derby) ঘিরে তৈরি হল তীব্র অনিশ্চয়তা। শুধু তাই নয়, আরও কলকাতার (Kolkata) বুকে আইএসএল-এর আরও কয়েকটি ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ২৮ অক্টোবর দুর্গাপুজোর (Durga Puja) মধ্যে আইএসএল-এর মঞ্চে মেগা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal) ম্যাচে পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার (West Bengal Government)। উৎসবের মরসুমে পুলিশ দেওয়া সম্ভব নয়, সেটা ইতিমধ্যেই দুই প্রধানকে জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অরূপ বিশ্বাস (Aroop Biswas)। তবে শুধু ডার্বি নয়, আরও তিনটি ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা।

কলকাতায় ২১ অক্টোবর (সপ্তমী) ইস্টবেঙ্গল বনাম গোয়া, ২৪ অক্টোবর মোহনবাগান – বসুন্ধরা এফসি (এএফসি কাপ) এবং ২৮ অক্টোবর (লক্ষ্মী পুজো)- ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দুই প্রধানের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। রাজ্য সরকারের তরফে নিরাপত্তার ব্যাপারে পরিষ্কার করে দেওয়ায় এই তিনটি ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সমস্যা।

Advertisement

[আরও পড়ুন: বুমরাহের আগুনে কামব্যাকের জন্যই ভারত ফেভারিট, মনে করিয়ে দিলেন শামিদের বোলিং কোচ]

অরূপ বিশ্বাস এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “১৮ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি পরে যাচ্ছে। এরপর দেখলাম তিনটি ম্যাচ রয়েছে। সেই সময় নিরাপত্তা দিতে পারবে না। সেটা দুটি ক্লাবকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি।”

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে আইএসএল-এর সূচি। কলকাতার দুই প্রধান খেলবে। পুজোর সময় কলকাতায় ম্যাচ রয়েছে। তেমনই মোহনবাগান খেলবে এএফসি কাপে। প্রাথমিক পর্বের ম্যাচ জিতে এএফসি কাপের গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হয়েছে ডুরান্ড কাপে। সেই ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে ফের ডার্বি হয়। সেখানে ১০ জনের মোহনবাগান হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপে ১৭তম ট্রফি জেতে সবুজ মেরুন। দু-দলের লক্ষ্য এখন আইএসএল-এ। মোহনবাগানের বাড়তি ফোকাস এএফসি কাপে। এমন প্রেক্ষাপটে এমন খবর সামনে এল।

পুজোর সময় রয়েছে কলকাতায় একদিনের বিশ্বকাপের ম্যাচও আয়োজিত হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৮ অক্টোবর অর্থাৎ লক্ষীপুজোর দিন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস ম্যাচ রয়েছে। যদিও এই ম্যাচে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই।

[আরও পড়ুন: শাকিবদের বিরুদ্ধে নামার আগে কীভাবে পদ্মাপাড়ের দেশের মন জিতলেন ‘কিং কোহলি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement