Advertisement
Advertisement

Breaking News

ISL Derby East Bengal Mohun Bagan

ISL 2023-24: আইএসএল-এর মঞ্চে প্রথম মেগা ডার্বি কবে? চলে এল বড় আপডেট

ফের মেগা ডার্বির অপেক্ষা।

ISL 2023-24: ISL fixture East Bengal vs Mohun Bagan mega derby date। Sangbad Pratidin

২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে মরসুমের প্রথম ডার্বি।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 7, 2023 2:28 pm
  • Updated:September 20, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। নতুন মরসুমে আইএসএল-এর (ISL 2023-24) ঢাকে কাঠি পড়ে গেল। আগামী ২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে আয়োজিত হবে মেগা ডার্বি (Kolkata Derby)। রাত ৮টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। 

সেদিন আবার বিশ্বকাপের মঞ্চে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএল-এর মঞ্চে অভিষেক হওয়া পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে শুরু হবে সেই ম্যাচ। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। কার্লেস কুয়াদ্রাতের দল ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলবে।

Advertisement

[আরও পড়ুন: ২০ বছর বাদে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই রোনাল্ডো, লড়াইয়ে মেসি-এমবাপেরা]

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্যে ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বর কোনও ম্যাচ রাখা হয়নি। এ বারের আইএসএলে রাতের ম্যাচ শুরু হবে ৮টা থেকে। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে, সেই দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল ৫.৩০টা থেকে।

প্রতিযোগিতার শেষ ম্যাচ আয়োজন করা হবে ২৯ ডিসেম্বর। মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এফসি গোয়া। তবে ফাইনাল বা সেমিফাইনালের দিন ঘোষণা করা হয়নি।

শেষ ম্যাচ আয়োজন করা হবে ২৯ ডিসেম্বর। মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এফসি গোয়া। তবে ফাইনাল বা সেমিফাইনালের দিন ঘোষণা করা হয়নি। লাল হলুদ তাদের প্রথম অ্য়াওয়ে ম্যাচ খেলবে ৪ অক্টোবর। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্য়াচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। দ্বিতীয় লেগের দিন ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে আইএসএল শুরু হলে দ্বিতীয় লেগ, সেমিফাইনাল ও ফাইনালের দিন ঘোষণা করা হবে।

[আরও পড়ুন: ‘মেসির আর্জেন্টিনাকে পাইয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ’, এখনও ফুঁসছেন ভ্যান গাল]

একদিকে দুর্গাপুজো, অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপ, এরসঙ্গে মিশে গেল আইএসএল। ফলে ক্রীড়াপ্রেমীদের কাছে যে খুশির খবর সেটা কিন্তু বলাই যায়। ফলে ১২টা দলের হাতে আর সময় নেই দল তৈরি করার। খুব অল্প সময়েই প্রস্তুতি সেরে ফেলতে হবে। শুধরে নিতে হবে নিজেদের ভুলত্রুটিগুলো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement