২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে মরসুমের প্রথম ডার্বি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। নতুন মরসুমে আইএসএল-এর (ISL 2023-24) ঢাকে কাঠি পড়ে গেল। আগামী ২৮ অক্টোবর আইএসএল-এর মঞ্চে আয়োজিত হবে মেগা ডার্বি (Kolkata Derby)। রাত ৮টা নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ।
সেদিন আবার বিশ্বকাপের মঞ্চে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। নতুন সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ আইএসএল-এর মঞ্চে অভিষেক হওয়া পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে যুবভারতীতে শুরু হবে সেই ম্যাচ। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। কার্লেস কুয়াদ্রাতের দল ২৫ সেপ্টেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলবে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্যে ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বর কোনও ম্যাচ রাখা হয়নি। এ বারের আইএসএলে রাতের ম্যাচ শুরু হবে ৮টা থেকে। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে, সেই দিনগুলিতে প্রথম ম্যাচ বিকেল ৫.৩০টা থেকে।
প্রতিযোগিতার শেষ ম্যাচ আয়োজন করা হবে ২৯ ডিসেম্বর। মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এফসি গোয়া। তবে ফাইনাল বা সেমিফাইনালের দিন ঘোষণা করা হয়নি।
শেষ ম্যাচ আয়োজন করা হবে ২৯ ডিসেম্বর। মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এফসি গোয়া। তবে ফাইনাল বা সেমিফাইনালের দিন ঘোষণা করা হয়নি। লাল হলুদ তাদের প্রথম অ্য়াওয়ে ম্যাচ খেলবে ৪ অক্টোবর। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্য়াচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। দ্বিতীয় লেগের দিন ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে আইএসএল শুরু হলে দ্বিতীয় লেগ, সেমিফাইনাল ও ফাইনালের দিন ঘোষণা করা হবে।
একদিকে দুর্গাপুজো, অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপ, এরসঙ্গে মিশে গেল আইএসএল। ফলে ক্রীড়াপ্রেমীদের কাছে যে খুশির খবর সেটা কিন্তু বলাই যায়। ফলে ১২টা দলের হাতে আর সময় নেই দল তৈরি করার। খুব অল্প সময়েই প্রস্তুতি সেরে ফেলতে হবে। শুধরে নিতে হবে নিজেদের ভুলত্রুটিগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.