স্টাফ রিপোর্টার: এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শেষ ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারিয়ে শীর্ষস্থানে চলে গিয়েছে জামশেদপুর এফসি। এই অবস্থায় বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসিকে হারিয়ে সবুজ-মেরুন কি লিগ টেবিলে শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখছে? লিগ টেবিলের প্রসঙ্গ উঠলেই সঙ্গে সঙ্গে আপত্তি জানাচ্ছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। বলছেন, ‘‘আমার মাথায় শুধুই চেন্নাই ম্যাচে ভাল কিছু করার চিন্তা। লিগ টেবিলে কোথায় রইলাম, তা নিয়ে পরেও ভাবা যাবে।’’
হাবাসের জায়গায় দায়িত্ব নেওয়ার পর থেকেই চোট-আঘাতের জন্য পুরো দলকে কখনওই পাননি ফেরান্দো। এই অবস্থায় বৃহস্পতিবার চেন্নাইয়িন ম্যাচে শুরু থেকে রয় কৃষ্ণ (Roy Krishna), ডেভিড উইলিয়ামস, হুগো বুমোসদের (Hugo Boumos) পাওয়ার সম্ভাবনা আছে কি না, এ প্রসঙ্গে এটিকে মোহনবাগান কোচ বললেন, ‘‘আগের থেকে হুগো বুমোস এবং ডেভিড উইলিয়ামসের চোটের অবস্থা এখন অনেকটাই ভাল। শেষ চার-পাঁচটি ম্যাচ আইএসএলে (ISL) সব দলের জন্যই ভীষণই গুরুত্বপূর্ণ। কেউই কোনওরকম ঝুঁকি নিতে চাইবে না। আমিও চেষ্টা করব, শেষ ম্যাচগুলিতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে। তাই কোনও ফুটবলারের ব্যাপারেই তাড়াহুড়ো করব না। আর রয় কৃষ্ণ শুরু থেকে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কি না, তা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। শেষ মুহূর্তে আরও একবার দেখে নিয়ে তারপর চেন্নাইয়ের বিরুদ্ধে চূড়ান্ত একাদশ ঠিক করব। তবে এটুকু বলতে পারি, চেন্নাইয়ের বিরুদ্ধে আমার সেরা একাদশই খেলবে।’’
শুরুতে দলের সঙ্গে ছিলেন না। পরে যখন ফিরলেন তখন চোট। সেই সন্দেশ জিঙ্ঘান (Sandesh Jinghan) গত ম্যাচে ৯০ মিনিটই শুধু খেললেন না, একই সঙ্গে ম্যাচের সেরা ফুটবলারের সম্মানও পেয়েছেন। সন্দেশ প্রসঙ্গে জুয়ান ফেরান্দোর ব্যাখ্যা হল, ‘‘অবশ্যই খুশি। কিন্তু এটাই সন্দেশের সেরা পারফরম্যান্স নয়। ম্যাচের সেরা হলেও, আমি মনে করি তা সন্দেশের পারফরম্যান্সের ষাট শতাংশ দেখেছি মাত্র। এর থেকে সন্দেশের আরও অনেক ভাল পারফরম্যান্স ভবিষ্যতে আমরা দেখতে পাবো।’’ তবে শুধু সন্দেশ নন, দলের অন্যান্য ফুটবলারদেরও প্রশংসা করে তিনি বলেন, ‘‘প্রত্যেকেই খুব ভাল খেলেছে।’’
এর আগে দল গোল করলেও ফেরান্দোকে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যেত না। ইদানিং এটিকে মোহনবাগান গোল করলেই মাঠের ধারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে সবুজ-মেরুন কোচকে। ফেরান্দো বললেন, ‘‘যে ম্যাচগুলোয় আমার ফুটবলাররা ঠিকঠাক স্ট্র্যাটেজি রেখে গোল তুলে আনে, সেই গোলগুলো অবশ্যই আমাকে আনন্দ দেয়।’’ বৃহস্পতিবারের চেন্নাই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওদের বেশ কয়েকজন ফুটবলার, বিশেষ করে ভালকিস ভীষণই ভাল। তাই প্রতিপক্ষ হিসাবে চেন্নাইয়িনকে খুবই গুরুত্ব দিচ্ছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.