স্টাফ রিপোর্টার: চলতি আইএসএল মরশুমে এখনও পর্যন্ত সব ম্যাচ হেরেছে নর্থইস্ট ইউনাইটেড। বিদেশি ফুটবলার আর কোচ বদলেও সাফল্যের সরণিতে ফিরতে পারেনি তারা। এমনকী, তারা সম্প্রতি চেন্নাইয়িন এফসির (Chennaiyn FC) কাছে হজম করেছে ৭ গোল।
এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগেও চাপে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। কারণ দলের একের পর এক তারকা ফুটবলার চোটের তালিকায় নাম তুলছেন। চোটে ছিটকে যাওয়া ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba) ও জনি কাউকোর (Joni Kauko) বদলি আসছে। এরমধ্যে পোগবার বদলে সেন্ট্রাল ডিফেন্ডার স্লাভকো ডাময়ানোভিচকে ইতিমধ্যে সই করানো হয়েছে। অন্যদিকে, দলে গোল করার লোকের অভাবের কথা মাথায় রেখে মিডফিল্ডার কাউকোর বদলে স্ট্রাইকার নেওয়া হচ্ছে। এক বিদেশির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও তাঁরা কেউই জানুয়ারির আগে দলে যোগ দিতে পারবেন না। এই পরিস্থিতির মধ্যেই স্কোয়াডে থাকা অন্যদের চোটে জেরবার ফেরান্দো। যেমন নর্থ-ইস্টের বিরুদ্ধেও হুগো বুমোসকে প্রথম দলে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার বিকেলে ফিজিওর কাছে একাই অনুশীলন করলেন এই তারকা মিডফিল্ডার। ফেরান্দোও বলে গেলেন, শুক্রবার অনুশীলনের পর বুমোস নিয়ে সিদ্ধান্ত নেবেন। মনবীর সিংকেও মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচের আগে পাওয়া যাবে না। ফলে নর্থ-ইস্টের (North East United) বিরুদ্ধে জোড়াতালি দিয়ে দল নামালেও রিজার্ভ বেঞ্চ নিয়ে ভাবতে হচ্ছে ফেরান্দোকে।
এই পরিস্থিতিতে তাই নর্থ-ইস্টকে হালকাভাবে নিতে নারাজ ফেরান্দো। প্রথম পর্বে ঘরের মাঠে পাহাড়ি দলটির দৌড় নাভিশ্বাস তুলে দিয়েছিল মোহনবাগানের। চাপ কাটিয়ে অবশ্য শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন দিমিত্রি পেত্রাতোসরা। সেই কথা মাথায় রেখেই মোহনবাগান (Mohun Bagan) কোচ বলছেন, “নর্থইস্টের ফুটবলার নিজেদের প্রমাণ করতে চাইবে। ওরা সহজে হাল ছাড়বে না। শেষ ম্যাচের ফল দেখে অনেকেই ওদের সাধারণ প্রতিপক্ষ মনে করছে। কিন্তু ফুটবলে কোনও ইজি গেম হয় না। তাই আমাদের আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। ফুটবলারদেরও সেটা বুঝিয়ে বলেছি।” সত্যিই, শেষ কয়েক ম্যাচে তো আত্মতুষ্ট হওয়ার মতো ফুটবলটাই খেলেননি ফেরান্দোর ছেলেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.