Advertisement
Advertisement

Breaking News

ATK Mohun Bagan

ফাইনালের মহড়া হতে পারে কেরালা ম্যাচ, বলছেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো

ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ।

ISL 2022: ATK Mohun Bagan to face Kerala Blasters FC today | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 19, 2022 1:46 pm
  • Updated:February 19, 2022 1:46 pm

স্টাফ রিপোর্টার: জুয়ান ফেরান্দো কোচ হওয়ার পর শুধু দলের খেলাতেই পরিবর্তন আসেনি। অদ্ভুত ভাবে দারুণ ফর্মে চলে এসেছেন জনি কাউকোও। ইউরো (Euro Cup) শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবুজ-মেরুন জার্সি পরে ফেলেছিলেন জনি কাউকো। সদ্য ইউরো খেলে এসেছেন। স্বাভাবিকভাবেই জনি কাউকোকে ঘিরে সবুজ-মেরুন জনতার প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিন্তু হাবাসের কোচিংয়ে কিছুতেই যেন সেট করতে পারছিলেন না নিজেকে। জুয়ান ফেরান্দো (Juan Ferrando) কোচ হয়ে আসার পরেই যেন অন্য জনি কাউকো। বিশেষ করে রয় কৃষ্ণ, কার্ল ম্যাক হিউগ, হুগো বুমোসের মতো ফুটবলারদের অনুপস্থিতিতেও একাই দলকে টানছেন কাউকো।

ISL 2022: ATK Mohun Bagan to face Kerala Blasters FC today
ফাইল ছবি

টানা এগারোটা ম্যাচে অপরাজিত থাকার পর শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের আগে জনি কাউকোর প্রসঙ্গ উঠলেই সবুজ-মেরুন কোচ ফেরান্দো বলছেন, “জনি কাউকো পেশাদার ফুটবলার। ও জানে, মাঠের ভিতর ওর কাজটা কী। দল ওর থেকে কি চায়, সে বিষয়ে ভালভাবে জানে। ওর মতো ফুটবলার দলে থাকা যে কোনও কোচের কাছেই দারুণ ব্যাপার।”

Advertisement

[আরও পড়ুন: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে কষ্টার্জিত জয়, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের পকেটে]

শেষ ম্যাচে প্রতিপক্ষ এফসি গোয়াকে মাঠের কোনও অঞ্চলে সামান্যতম জায়গা দেননি সবুজ-মেরুন ফুটবলাররা। শনিবার কেরালার বিরুদ্ধে এটিকে মোহনবাগান ফুটবলাররা একই ভাবে প্রেসিং ফুটবল খেলবে কি না জিজ্ঞাসা করা হলে এটিকে মোহনবাগান কোচ বললেন, “এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে যে ফুটবলটা আমরা খেলেছি, সেই একই স্টাইলে কেরালার বিরুদ্ধেও খেলবো, এরকম কোনও ব্যাপার নেই। আমি ম্যাচ ধরে ধরে এগোই। কারণ, প্রতিটা ম্যাচে প্রতিপক্ষ সম্পূর্ণ আলাদা থাকে। তাই এফসি গোয়া ম্যাচে আমাদের বিরুদ্ধে যা পরিকল্পনা ছিল, তার থেকে কেরালা ম্যাচে পরিকল্পনা একটু ভিন্ন হবে। তাছাড়া গোয়া ম্যাচের আগে প্রস্তুতির জন্য আমরা সামান্যতম সময় পাইনি। কিন্তু কেরালার বিরুদ্ধে প্রস্তুতির জন্য একদিন বেশি সময় পাচ্ছি। ফলে কেরালার বিরুদ্ধে আমাদের খেলাটা আরও একটু ভাল হবে মনে হয়।”

রয় কৃষ্ণ, হুগো বুমোসদের (Hugo Boumos) মতো ফুটবলাররা না খেলার পরেও এটিকে মোহনবাগানের খেলা দেখে বোঝাই যাচ্ছে না, রিজার্ভের ফুটবলাররা খেলছেন। ফেরান্দো অবশ্য পুরো ব্যাপারটা এভাবে দেখতে চাইছেন না। বললেন, “আমার কাছে তো সব ফুটবলার মিলেই একটা দল। তাই একজন ফুটবলারকে কখনই অন্যদের থেকে আলাদা করতে পারি না। তবে আপনারা খুশি হলেও, আমি দলের খেলায় পুরো খুশি হতে পারছি না। বলতে পারেন, সবটাই মনের মতো হচ্ছে না। আরও আরও ভাল খেলতে হবে। তবে চোটের তালিকায় থাকা ফুটবলাররা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আশা করছি, ক্রমে আমাদের দলটা দারুণ একটা জায়গায় চলে আসবে।”

[আরও পড়ুন: পোলার্ডদের বিরুদ্ধে ইডেনে শেষ ম্যাচে নেই বিরাট! কারণ নিয়ে ধোঁয়াশা]

শনিবার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ফেরান্দো মনে করছেন, এই ম্যাচটা এবারের আইএসএলের ফাইনাল ম্যাচ হতে পারে। এটিকে মোহনবাগান কোচ মনে করছেন, “আমাদের মতোই কেরালারও এবারের আইএসএল জেতার ক্ষমতা রয়েছে। ওদের বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। প্লে-অফের আগে এই ম্যাচটাকে অনেকে ফাইনাল ম্যাচের রিহার্সাল বলতে পারেন।”
অনেক ফুটবলারের চোটের পাশাপাশি শনিবার কেরালার বিরুদ্ধে কার্ড সমস্যায় নেই দীপক টাঙরি। ফেরান্দো অবশ্য তা নিয়ে ভাবতেই রাজি নন। এমনকি, দীপকের জায়গায় কাকে খেলাবেন, তা নিয়েও এই মুহূর্তে ভাবছেন না।

তবে লিগ টেবিলের এই মুহূর্তে যা অবস্থা, তাতে শেষ চারে যাওয়া মোটামুটি নিশ্চিত। ফেরান্দো যদিও এখনই এসব নিয়ে না ভেবে বললেন, “সবটাই আমাদের হাতে রয়েছে। অন্য কোনও দলের উপর আর নির্ভর করছে না। আমাদের এখন একটাই লক্ষ্য কেরালাকে হারিয়ে দলকে আরও মজবুত করা।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement