ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: ৬ অক্টোবর মোহনবাগান-কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু হবে এবারে আইএসএল (ISL 2022-23)। তবে উদ্বোধনী ম্যাচ কলকাতার যুবভারতী নয়, হবে কেরালাতে।
‘সংবাদ প্রতিদিন’-এ অনেকদিন আগেই প্রকাশিত হয়েছিল, এবার আইএসএলের সব দলকেই ডুরান্ডে খেলতে হবে, সেভাবেই এবার আইএসএল দলগুলির জন্য মরশুম শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে। তারপর হবে আইএসএল। ঠিক হয়েছে, ডুরান্ড কাপ শুরু হবে ১৩ আগস্ট। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
ঠিক হয়েছে, ২০টি দল নিয়ে হবে ডুরান্ড কাপ। যেখানে আইএসএলের ১১টি দল ছাড়াও খেলবে আই লিগের ৫টি ক্লাব। সঙ্গে আর্মির চারটি দল। ফলে আইএসএলের দলগুলির মতো ৫টি আই লিগের দলকেও ডুরান্ড কাপের জন্য প্রস্তুতি নিতে হবে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার নিয়ম হল, একটি দলকে মরশুমে ২৭টি ম্যাচ খেলতেই হবে। শুধু আইএসএলে কোনও ভারতীয় ক্লাবের ২৭টি ম্যাচ খেলা সম্ভব হচ্ছিল না। তখনই ভারতীয় কর্তারা ঠিক করেন, আইএসএল, সুপার কাপের সঙ্গে ডুরান্ডকেও সরকারি প্রতিযোগিতা হিসেবে ধরা হবে। সেইমতো এবার ডুরান্ড কাপে খেলতে আইএসএলের সব দল বাধ্য।
আগে কলকাতায় ডুরান্ড (Durand Cup) হলে আইএফএ থেকেই ম্যাচ সংগঠন করা হত। এবার ডুরান্ড তিনটে জায়গায় হলেও, কোনও রাজ্য সংস্থাই ডুরান্ড পরিচালনা করবে না। যাঁরা আইএসএলের ম্যাচ পরিচালনা করেন, তাঁরাই ডুরান্ড কাপ পরিচালনা করবেন। সেমিফাইনাল, ফাইনাল দুটো ম্যাচ যুবভারতীতে হওয়ার পাশাপাশি সম্ভবত ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan) গ্রুপের খেলাও যুবভারতীতে হবে।
এবার আইএসএলের ম্যাচের দিনগুলি নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে আইএসএলের সংগঠক এফএসডিএল (FSDL)। অক্টোবর থেকে শুরু হওয়া আইএসএলে প্রত্যেকদিন ম্যাচ হবে না। ঠিক হয়েছে, ম্যাচ হবে সপ্তাহে মাত্র চারদিন। বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার। মোট ১১টা দল ২০টা করে ম্যাচ খেলবে আইএসএলে। তারপর পয়েন্ট অনুযায়ী লিগ টেবিলের প্রথম ৬টা দল খেলবে প্লে-অফ ম্যাচ। আইএসএল চলবে ১৮ মার্চ পর্যন্ত। কাতার বিশ্বকাপের (World Cup 2022) সময়েও বন্ধ থাকবে না ইন্ডিয়ান সুপার লিগ। একই নিয়মে সপ্তাহে চারদিন খেলা হবে।
আইএসএল শেষ হওয়া মাত্র শুরু হয়ে যাবে সুপার কাপ। ডুরান্ডের মতো সুপার কাপও হবে ২০টি দল নিয়ে। এখানে ১১টি আইএসএল দলের পাশাপাশি খেলবে আই লিগের ৯টি দলও। চলবে ১৪ মে পর্যন্ত। বলা যায়, সামনের মরশুমে ভারতীয় ফুটবল শুরু হবে ১৩ আগস্ট। চলবে ১৪ মে পর্যন্ত। এর পাশাপাশি আই লিগ এবং আই লিগ দ্বিতীয় ডিভিশনের খেলার দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। ১২টি দলকে নিয়ে আই লিগ শুরু হবে অক্টোবরে। চলবে মার্চ পর্যন্ত। আই লিগ দ্বিতীয় ডিভিশন শুরু হবে নভেম্বরে। চলবে মার্চ পর্যন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.