Advertisement
Advertisement
ISL

অনুশীলনে নামলেন সুব্রত, গোয়ার বিরুদ্ধে কি প্রথম একাদশে থাকবেন ‘স্পাইডারম্যান’?

দলের অন্যতম তারকা ব্রাইটকে ফর্মে ফেরাতে মরিয়া ফাউলার।

ISL 2020: Subrata Paul Joins SC East Bengal's practice | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 28, 2021 1:27 pm
  • Updated:January 28, 2021 1:27 pm  

স্টাফ রিপোর্টার : শুক্রবার ISL-এ এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। এই ম্যাচে সবারই নজর থাকবে লাল-হলুদের তেকাঠির নিচে। কারণ দীর্ঘদিন পর পুরনো দলে ফিরেছেন সুব্রত পাল। লাল-হলুদ সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন এফসি গোয়ার বিরুদ্ধে কি প্রথম একাদশে থাকবেন ‘স্পাইডারম্যান’?

হায়দরাবাদ এফসি থেকে যেদিন এসসি ইস্টবেঙ্গলের হোটেলে এসে উঠেলন, সেদিন প্র্যাকটিস করানো হয়নি সুব্রত পালকে। তবে মঙ্গলবার দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে পুরো অনুশীলন করেছেন তিনি। হায়দরাবাদ এফসিতে দারুণ ফর্মে ছিলেন সুব্রত। ফলে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে প্রথমদিন অনুশীলন করলেও, তারকা গোলকিপারের পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। দলের পুরো কোচিং স্টাফ সুব্রতকে অনুশীলনে দেখে খুশি। কিন্তু এরপরেও শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম দলে সুব্রতর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফাউলার চাইছেন, এতদিন যেহেতু দেবজিৎ ভালই খেলে এসেছেন, তাই সুব্রত দলে আসতেই দেবজিতকে রিজার্ভ বেঞ্চে বসাতে চাইছেন না। বরং প্রথম ম্যাচটা দলের সবাইকে বোঝার জন্য সুব্রতকেই রিজার্ভ বেঞ্চে রাখতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। ফাউলার চাইছেন ধীরে ধীরে দলে ঢুকুন সুব্রত। তাতে দলের সঙ্গে একাত্ম হয়ে নিতে পারবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দুষ্কৃতী হামলায় চোখে আঘাত, টুর্নামেন্টেই নামলেন না শ্যুটার অনির্বাণ সিংহরায়]

তবে সুব্রত দলে ঢোকায় প্রথম দলে জায়গা পাওয়া নিয়ে দেবজিতের সঙ্গে তাঁর স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে মনে করছেন সবাই। ফের লাল-হলুদ জার্সি পরা নিয়ে সমর্থকদের উদ্দেশে সুব্রত পাল বললেন, “লাল-হলুদ সমর্থকরা হচ্ছেন, বিশ্বের অন্যতম সেরা সমর্থক। আপনারা আমাদের সমর্থন করুন, যাতে লিগ টেবিলের যতটা সম্ভব ভাল জায়গায় থাকতে পারি।”

এদিকে, বুধবার ফুটবলারদের পুরোপুরি ছুটি দিলেন এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) কোচ রবি ফাউলার। শুরু দিকে ছুটির দিনে ফুটবলারদের জন্য নিত্যনতুন মেনু হত। একসঙ্গে অন্যরকম খেলার পরিকল্পনা হত। এখন ছুটি মানে পুরোপুরি ছুটি। তবে ফুটবলাররা ছুটি কীভাবে উপভোগ করবেন, সেটা সম্পূর্ণই তাঁদের ব্যাপার। এদিন, ফাউলার অনুশীলনে ছুটি দিলেও পিলকিংটন, ড্যানি ফক্স, রফিকরা হোটেলের মধ্যেই ক্রিকেট খেললেন। সুব্রত পাল কিংবা ব্রাইট অবশ্য ক্রিকেট না খেলে দর্শকের ভূমিকাই পালন করলেন। কোচ ফাউলারও হোটেলের রুমেই রইলেন।

[আরও পড়ুন: আজ থেকে আবু ধাবিতে শুরু টি-১০, শোয়েব-গেইলদের ক্রিকেট যজ্ঞে রয়েছেন কলকাতার গিরবানও]

দল নিয়ে ফাউলারের চিন্তা অবশ্য অন্য জায়গায়। বিশ্বামানের গোল করার পর থেকেই কিছুটা অফ ফর্মে চলে গিয়েছেন ব্রাইট। ম্যাচের মধ্যে বল ধরলে কিছুতেই ছাড়তে চাইছেন না তিনি। দলের অন্যান্যরা যেখানে ওয়ান টাচ খেলে জায়গা নিচ্ছেন, ব্রাইট তখন বল ধরে ড্রিবল করার চেষ্টা করছেন। ফলে দলের অন্যান্যদের সঙ্গে তাঁর বোঝাপড়া নষ্ট হচ্ছে। ফাউলার চেষ্টা করছেন, ব্রাইটকে ফের নিজের ফর্মে নিয়ে আসতে। দলকে যদি লিগ টিবেলর উপরে নিয়ে যেতে হয়, ব্রাইটকে নিজের ফর্মে ফিরতেই হবে, বুঝে গিয়েছে লাল—হলুদ শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement