Advertisement
Advertisement
ISL 2020 SC East Bengal ATK Mohun

রিলিজ নিয়ে এলে তবেই সই! সবুজ-মেরুন ফুটবলার নিতে আবেদন করবে না লাল-হলুদ

খবর ঠাওর হতেই মত বদল এসসি ইস্টবেঙ্গল কর্তাদের।

ISL 2020: SC East Bengal wont sign players from ATK Mohun Bagan directly

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 25, 2020 12:06 pm
  • Updated:December 25, 2020 12:06 pm

স্টাফ রিপোর্টার: ধীরাজ সিং, অঙ্কিত মুখোপাধ্যায় এবং সালামরঞ্জন সিং। এটিকে মোহনবাগানের তিনজন ফুটবলারের নাম প্রকাশিত হয়ে পড়ায় সই করানোর ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। সিদ্ধান্ত হয়েছে, এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) থেকে কোনও ফুটবলারকেই পাওয়ার জন্য সরকারিভাবে চিঠি দিয়ে আবেদন করা হবে না। এটিকে মোহনবাগানের কোনও ফ্রি ফুটবলার যদি নিজেরা ক্লাবের থেকে রিলিজ অর্ডার নিয়ে লাল-হলুদ জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করেন, একমাত্র তখনই এটিকে মোহনবাগানের ফুটবলারদের সই করানো হবে। তার আগে সবুজ-মেরুনের কোনও ফুটবলারকেই সই করানোর জন্য নিজেদের থেকে উদ্যোগী হবেন না লাল-হলুদ কর্তারা।

নিজেদের ফুটবলারদের ছেড়ে দেওয়ার পাশাপাশি আইএসএলের (ISL 2020) অন্য ক্লাব থেকে লোনে কিছু ফুটবলার নিয়ে নিজেদের দল ঠিক করার পরিকল্পনা করেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু তা বলে একেবারে এটিকে মোহনবাগানের ফুটবলার নিয়ে দল ঠিক করার খবর প্রকাশিত হয়ে পড়তেই চারিদিকে চাঞ্চল্য তৈরি হয়। আর তখনই তড়িঘড়ি সিদ্ধান্ত হয়ে যায়, সবুজ-মেরুনের কোনও ফুটবলারকেই পাওয়ার জন্য এটিকে মোহনবাগানকে চিঠি পাঠানো হবে না।

Advertisement

[আরও পড়ুন: ময়দানে নতুন ইনিংস, আসন্ন আই লিগে মহামেডানের টিডি’‌র দায়িত্বে শংকরলাল]

ধীরাজ সিংকে (Dhiraj Singh) ইতিমধ্যেই আইএসএলে নথিভুক্ত করিয়েছে এটিকে মোহনবাগান। ফলে তাঁকে সবুজ-মেরুন কর্তারা যতক্ষণ না ছাড়বেন, ততক্ষণ তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। বাকি রইল সালামরঞ্জন সিং আর অঙ্কিত মুখোপাধ্যায়। যাঁদের এখনও আইএসএলে নথিভুক্ত করানো হয়নি। ফলে এই দু’জন ফুটবলারের এজেন্টই মনে করছেন, এটিকে মোহনবাগান থেকে রিলিজ পেতে কোনও অসুবিধা হবে না এই দুই ফুটবলারের। এদিন লাল-হলুদ কর্তারা দুই ফুটবলারের এজেন্টকেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অঙ্কিত এবং সালাম যদি এটিকে মোহনবাগান থেকে রিলিজ নিয়ে ফ্রি ফুটবলার হয়ে আসে, তাহলে তাঁদের সই করাতে কোনও অসুবিধা নেই এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু ফ্রি ফুটবলার হওয়ার আগে কিছুতেই এটিকে মোহবাগানকে চিঠি দিয়ে বলা হবে না, দু’জন ফুটবলারকে তাঁদের জন্য ছেড়ে দিতে।

SC East Bengal wont sign players from ATK Mohun Bagan directly

এসসি ইস্টবেঙ্গল আপাতত যে ফুটবলারদের ছেড়ে দিয়েছে, তাঁদের মধ্যে আপাতত ইউজিন লিংডো ক্লাব পেয়ে গিয়েছেন। লিংডো লোনে যাচ্ছেন ওড়িশা এফসিতে। বাকি ফুটবলাররাও চেষ্টা করছেন বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে। এদিকে, শিবির নতুন যোগ দেওয়া ফুটবলার রাজু গায়কোয়াড় কোয়ারেন্টাইন কাটিয়ে প্র্যাকটিসে যোগ দিলেও এখনও পর্যন্ত তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। কোয়ারেন্টাইন কাটিয়ে প্র্যাকটিস করছেন মিলন সিংও।

বেশ কিছু ফুটবলারকে বাদ দেওয়া প্রসঙ্গে তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, আইএসএল চালাকালীন তিনিই বোধ হয় একমাত্র কোচ, যিনি প্রতিদিন প্র্যাকটিসে ফুটবলারদের ট্রায়াল নিয়ে গিয়েছেন। বাকি কোচরা যখন সেট টিম নিয়ে খেলছেন, ফাউলার সেখানে প্রতিদিন প্র্যাকটিসে নতুন ফুটবলারদের ট্রায়াল নিয়েছেন। ফলে যাঁদের বাদ দিয়েছেন, তাঁদের দলে লাগবে না বলেই বাদ দিয়েছেন।

[আরও পড়ুন: খারাপ পারফরম্যান্সের জের, একাধিক ফুটবলারকে ছেঁটে ফেলার পথে এসসি ইস্টবেঙ্গল!]

এদিকে ‘বক্সিং ডে’তে চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন রবি ফাউলারের ছেলেরা। দলের অন্যতম তারকা পিলকিংটন বললেন, “ক্রিসমাসে পরিবারকে ছেড়ে এতদূরে রয়েছি, ভাল কিছু করার জন্যই। পরের ম্যাচটা আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। হয়তো এখনও সেভাবে ফল পাইনি। কিন্তু দিন দিন আমরা কিন্তু ম্যাচের মধ্যে প্রচুর পজিটিভ দিক দেখতে পাচ্ছি। দলের ছেলেরাও আগের থেকে অনেক উন্নতি করেছে। ড্যানি ফক্সের মতো অভিজ্ঞ ডিফেন্ডার ডিফেন্সে ফিরে এসেছে। আশা করছি, বক্সিং ডে’তেই আমাদের ‘তিন’ পয়েন্ট চলে আসবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement