Advertisement
Advertisement
ISL 2020

কাজে এল না মাঘোমার জোড়া গোল, হাড্ডাহাড্ডি লড়াই করেও হারল এসসি ইস্টবেঙ্গল

দলকে জিতিয়ে ম্যাচের সেরা স্যান্টানা।

ISL 2020: East Bengal lost to Hyderabad FC in a high voltage match | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 15, 2020 9:32 pm
  • Updated:December 15, 2020 9:53 pm  

হায়দরাবাদ এফসি: ৩ (স্যান্টানা-২, হরিচরণ)
এসসি ইস্টবেঙ্গল: ২ (মাঘোমা)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। বিশেষ করে এস ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএলের ইতিহাসে মাঘোমার প্রথম গোলটির পর আরও চাঙ্গা হয়ে ওঠেন ফাউলারের ছেলেরা। কিন্তু কথায় বলে না, যার শেষ ভাল, তার সব ভাল। মঙ্গল সন্ধেতেও একই ঘটনা ঘটল। পেনাল্টি মিস করার পরও লাল-হলুদকে মাটি ধরিয়ে তিনটি পয়েন্ট তুলে নিয়েই মাঠ ছাড়ল হায়দরাবাদ। যারা চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য।

Advertisement

জয় পেতে এদিন যেন নিজেদের নিংড়ে দিয়েছিলেন জেজেরা। ২৬ মিনিটে পিলকিংটনের বাড়ানো বল নিখুঁত শটে সেন্টার করেন মাত্তি। যেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি জো মাঘোমা। চলতি টুর্নামেন্টে প্রথম গোলের পরই খেলায় গতি বাড়ে লাল-হলুদের। কিন্তু কিছু পরই বক্সের ভিতর ফাউল করে বসেন সেহনাজ সিং। তবে অ্যাড্রিয়েন স্যান্টানার পেনাল্টি শট আটকে দেবজিৎ হয়ে উঠেছিলেন সেভজিৎ। আর মুহূর্তে দলকে চাপে ফেলে দিয়েছিলেন স্যান্টানা। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে কোচের ভরসার মর্যাদা রাখলেন তিনি। 

ফ্রি-কিক কাজে লাগিয়ে একটি গোলের কয়েক মুহূর্ত পরই দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার। তখনও যেন পিলকিংটনরা বুঝে উঠতে পারেননি ঠিক কী হল। আর লিস্টন যেভাবে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলের জন্য হরিচরণের পায়ে বলটি সাজিয়ে দিলেন, তা নিঃসন্দেহে দর্শনীয়। এ ম্যাচের সেরা পাওনা বললেও ভুল হবে না। তবে দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততেই পারত নিজামের শহরের দল।

[আরও পড়ুন: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির হাত ধরেই ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন যুবরাজ সিং!]

রক্ষণের সমস্যা যে এখনও কাটিয়ে উঠতে পারেনি এসসি ইস্টবেঙ্গল, তা আর বলার অপেক্ষা রাখে না। এই কারণেই পাঁচ-পাঁচটি ম্যাচের পরও জয়ের মুখ দেখতে পারল না ফাউলারের দল। এদিন শিবিরের প্রাপ্তি মাঘোমার জোড়া গোল। কিন্তু পয়েন্টের ভাঁড়ার সেই শূন্যই। এদিকে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচ নম্বরে উঠে এল হায়দরাবাদ। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে মুম্বই সিটি এফসি।

জয়ের জন্য প্রতীক্ষা আরও দীর্ঘ হল এসসি ইস্টবেঙ্গলের। আর ধৈর্যের বাঁধ আরও খানিকটা শক্ত করার চেষ্টায় লাল-হলুদ সমর্থকরা।   

[আরও পড়ুন: মহেশতলায় সশরীরে হাজির হয়ে পায়ের ছাপ দিয়েছিলেন মারাদোনা, উধাও অমূল্য সেই স্মৃতিচিহ্ন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement