Advertisement
Advertisement

Breaking News

Football

‌মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ, তার আগে কী বললেন এটিকে মোহনাবাগান কোচ?‌

এই ম্যাচে দেখা যাবে দুই স্প্যানিশ কোচের ডুয়েল, সেই প্রসঙ্গে মুখ খুললেন হাবাস।

ISL 2020: ATK Mohunbagan vs Mumbai City FC Preview | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Abhisek Rakshit
  • Posted:January 10, 2021 4:39 pm
  • Updated:January 10, 2021 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ সোমবার আইএসএলের অন্যতম মেগা ম্যাচ। লড়াই এক নম্বরে থাকা মুম্বই সিটি এফসি (Mumbai City FC) বনাম দু’‌নম্বরে থাকা এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan‌)‌। এই ম্যাচ জিতলেই লিগ টেবিলে শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করবেন র‌য় কৃষ্ণরা। আর তাই সের্জিও লোবেরার দলের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচ থেকে তিন পয়েন্টকেই পাখির চোখ করছেন বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।

সোমবারের ম্যাচে লড়াই দুই স্প্যানিশ কোচের। তা কতটা প্রভাব ফেলবে ম্যাচে?‌ এই প্রশ্নের উত্তরে হাবাসের জবাব, ‘‌‘রেফারির বাঁশি বাজার পর কোচ কেউ নন। তখন ফুটবলারই মূল চরিত্র। তাদের উপরেই সব নির্ভর করবে‌। পরিকল্পনা অবশ্যই আমরা করব। কিন্তু সেটা বাস্তবায়িত করবে খেলোয়াড়রাই।’‌’ চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে মুম্বইয়ের আক্রমণ। অন্যদিকে, তিরি–সন্দেশদের সবুজ–মেরুনের রক্ষণ‌ভাগ যেমন জমাট, তেমনই তেকাঠির নিচে রয়েছে অরিন্দম ভট্টাচার্যের বিশ্বস্ত হাত। ম্যাচ কি তাহলে মুম্বইয়ের আক্রমণ বনাম বাগান রক্ষণ হতে চলেছে?‌ এই প্রশ্নের উত্তরে এটিকে মোহনবাগান কোচের বক্তব্য, ‘‌‘‌না আমার কখনই তা মনে হয় না। কারণ ফুটবলে আক্রমণ–রক্ষণ দু‌টোই খুব গুরুত্বপূর্ণ। তাই কালকের ম্যাচ কখনওই একদলের আক্রমণ বনাম আরেক দলের রক্ষণ হতে পারে না।’‌’

Advertisement

[আরও পড়ুন: সুনীলদের বিরুদ্ধে দলের দুর্দান্ত জয়, কী বললেন ব্রাইট এনোবাখারে?]

মুম্বই ম্যাচ না ডার্বি কোনটি বেশি ‌গুরুত্বপূর্ণ?‌ এই প্রশ্নের উত্তরে হাবাস বলেন, ‘‌‘টুর্নামেন্টে ‌প্রতিটি ম্যাচই আমাদের কাছে সমান। তবে দু’‌তিন সপ্তাহ পরে থাকা ম্যাচের তুলনায় সামনে যে ম্যাচ রয়েছে, সেটি সবসময় গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য।’‌’ এদিকে, জাভি হার্নান্ডেজের প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ দলের এই তারকা ফুটবলার। তবে এর পাশাপাশি মুম্বইয়ের আক্রমণাত্মক খেলার প্রশংসাও করেন। ‌ ‌ ‌

এটিকে মোহনবাগানের অন্যতম ভরসা রয় কৃষ্ণ। বন্ধু ডেভিড উইলিয়ামসের সঙ্গে কৃষ্ণের জুটির কথা সবারই জানা। বাগান জনতার হার্টথ্রব রয় কৃষ্ণর বক্তব্য, ‘‌‘‌ডেভিড অন্য ধরনের খেলোয়াড়। আমরা গত মরশুমে একসঙ্গে খেলেছি। অস্ট্রেলিয়াতেও একসঙ্গে খেলেছি। প্রথম দিন থেকেই আমাদের জুটি তাই ক্লিক করে গিয়েছে।’‌’ মুম্বইকে হারিয়ে তিন পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করার ব্যাপারে আশাবাদী ফিজির তারকা।‌

[আরও পড়ুন: সিরাজের উদ্দেশে ফের বর্ণবৈষম্যমূলক মন্তব্য, মাঠ থেকে বের করে দেওয়া হল ৬ অজি সমর্থককে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement