স্টাফ রিপোর্টার: শুরু থেকেই স্বাভাবিক ছন্দে ছুটছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মাঝে একটা হার আর একটা ড্র হতেই শুরু হয়ে গিয়েছিল আলোচনা। কিন্তু হাবাস ফের পুরনো ফর্মে। চ্যাম্পিয়ন দলের মতোই সবুজ-মেরুনকে ছোটাচ্ছেন তিনি। তার উপর সবচেয়ে স্বস্তির খবর হল, সুসাইরাজ এবং জবি জাস্টিন ছাড়া সবাই সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে ওঠায় ডেভিড উইলিয়ামস কী করতে পারেন, সেটা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেই দেখা গিয়েছে। ফিট জাভি হার্নান্ডেজও। মঙ্গলবার চেন্নাই ম্যাচের আগে সোমবার তাই হাবাস বললেন, “সবাই সুস্থ হয়ে উঠেছে, এটা দলের জন্য ভীষণই ভাল। সুসাইরাজ আর জবির বড় চোট। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার নয়।”
গত মরশুমে যাদের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন হাবাস, মঙ্গলবার প্রতিপক্ষ সেই চেন্নাইয়িন এফসি। হাবাস বললেন, “গত মরশুমে ওদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে এই মরশুমে ম্যাচটা সহজ হবে এর কোনও অর্থ নেই। এবার নতুন প্রতিযোগিতা। সব কিছু নতুনভাবে প্রস্তুতি নিতে হয়েছে। ওদের দলের পাশাপাশি ওদের কোচও বেশ ভাল। অন্যান্য ম্যাচগুলি আমরা যেভাবে খেলি, মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধেও সেভাবেই খেলব।”
আপাতত লিগ (ISL 2020) টেবিলে চেন্নাইয়িনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে হাবাসের দল। স্বাভাবিকভাবেই লিগ টেবিলে অনেকটা নিচে থাকা দলের সঙ্গে খেললে মানসিকভাবে ফুটবলাররা অনেক হালকা থাকবেন কি না জিজ্ঞাসা করা হলে বললেন, “মানসিকভাবে হালকা থাকার কোনও প্রশ্নই নেই। ফুটবলাররা অন্য ম্যাচ যেভাবে খেলে, চেন্নাইয়িন ম্যাচে সেভাবেই খেলবে।”
গত মরশুমে রয় কৃষ্ণ–ডেভিড উইলিয়ামস জুটি একসঙ্গে করেছিলেন ২২টি গোল। শুরুতে চোটের জন্য অফ ফর্মে থাকলেও বেঙ্গালুরু ম্যাচ থেকে ফর্মে ফিরে গিয়েছেন তিনি। তাহলে কি বেঙ্গালুরুর মতো চেন্নাইয়িন ম্যাচেও শুরুতে আক্রমণে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস আর মনবীর? হাবাস বললেন, “উইলিয়ামস সুস্থ হয়ে গিয়েছে। শুরু থেকে খেললে কোনও সমস্যা নেই। তবে বেঙ্গালুরু ম্যাচের আক্রমণভাগ চেন্নাইয়িন ম্যাচে একই থাকবে কি না, তা অবশ্য ঠিক করিনি। ম্যাচের দিন সকালেই প্রথম দল ঠিক করব।”
সুনীলদের বিরুদ্ধে যেরকম শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে গোল এসেছিল, মঙ্গলবার চেন্নাইয়িনের বিরুদ্ধে সেরকমই হবে কি না জিজ্ঞাসা করা হলে হাবাসের উত্তর, “এভাবে আগের থেকে কিছু বলা যায় না। আমরা সব ম্যাচের শুরুতে গোল করতে চাই। তবে ম্যাচের গতিপ্রকৃতি দেখে নিজেদের খেলার স্টাইল পরিবর্তন হয়।”
একে তো হাবাসের দল আইএসএলে অশ্বমেধের ঘোড়া। তার উপর মাত্র দু’দিনের বিশ্রাম নিয়েই চেন্নাই খেলতে নামছে এটিকে মোহনবাগান নামক শক্তিশালী দলের বিরুদ্ধে। সবুজ-মেরুন কোচ বললেন, “শুরুতে কিন্তু পর পর তিনটে ম্যাচ খেলেছি আমরা। তাই সময়টা সেভাবে কোনও সমস্যা নয়। আর মাথায় রাখতে হবে, চেন্নাইয়িন গত মরশুমের ফাইনালিস্ট। আর যা পরিস্থিতি, তাতে ম্যাচটা জেতার জন্য চেন্নাই ঝাঁপাবে। আমরাও ঝাঁপাব। ম্যাচটা দারুণ হবে।”
এদিকে, এটিকে মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্সে গেলেন শুভ ঘোষ। কেরালা থেকে সবুজ-মেরুনে এলেন নাওরেম।
আজ টিভিতে
চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান, গোয়া
রাত ৭.৩০
স্টার স্পোর্টস ১
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.