সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। দ্বিতীয় ম্যাচে চির–প্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। পরপর দু’ম্যাচে জয় পাওয়ার পর এবার এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) লক্ষ্য ওড়িশা এফসি ম্যাচ। যেটি অফিশিয়ালি ISL–এ তাদের প্রথম হোম ম্যাচ।
ডার্বি অতীত। টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করতেই বদ্ধপরিকর রয় কৃষ্ণ–ডেভিড উইলিয়ামসরা। আর সেকারণে বৃহস্পতিবারের ম্যাচের আগের দিন, বুধবার চুটিয়ে অনুশীলনও করলেন তাঁরা। অন্যদিকে, নিজেদের প্রথম দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ওড়িশার লক্ষ্য থাকবে চলতি আইএসএলে নিজেদের প্রথম জয়টি তুলে নেওয়া।
[আরও পড়ুন: ‘কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে আগে কেউ কোচিংই করায়নি’, হেরে বিস্ফোরক ফাউলার]
এটিকে মোহনবাগানের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই গোলের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণ (Roy Krishna)। দু’ম্যাচে দু’টি গোল করেছেন ফিজির তারকা। তবে তিনি ছাড়াও হাবাসের হাতে রয়েছে একাধিক দুর্দান্ত খেলোয়াড়। ম্যাচের আগেরদিন সেকথা স্বীকারও করে নিলেন ওড়িশা এফসি কোচ স্টুয়ার্ট বাক্সটার। বিশেষ করে জায়গা পেলে হাবাসের ছেলেরা ভয়ংকর। সেকথাও কার্যত মেনে নিলেন। তাঁর কথায়, ‘‘ওই দলে দুর্দান্ত এবং অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। তাই তাঁদের সম্মান তো করতেই হবে। ম্যাচে আক্রমণে যেতে গেলেও আমাদের সাবধানে যেতে হবে। কারণ জায়গা পেলে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা খুবই ভয়ংকর। আমাদের এটা মাথায় রাখতে হবে। ওদের কোনওরকম জায়গা ছাড়া যাবে না।’’
এদিকে, সুসাইরাজের পর চোটের কবলে এডু গার্সিয়াও (Edu Garcia)। তবে ঘাবড়ানোর মতো তেমন কিছু নেই। ম্যাচের আগের দিন এই প্রসঙ্গে হাবাস জানিয়ে দেন, ‘‘এডু গার্সিয়ার কিছুটা চোট রয়েছে। তবে তিন–চারদিনে সুস্থ হয়ে যাবে। কে আছে কে নেই, সেটা ভেবে লাভ নেই। আমরা প্রোফেশনাল। আমাদের পরিকল্পনাও তৈরি। আর সেই অনুযায়ীই আমরা মাঠে নামব।’’ এরপরই ওডিশা কোচ এবং বিপক্ষের অন্যতম সেরা অস্ত্র মার্সিলিনহোর প্রশংসা শোনা গেল হাবাসের গলায়। তিনি বলেন, ‘‘আমি স্টুয়ার্টকে দক্ষিণ আফ্রিকা থেকে চিনি। ও খুবই ভাল এবং অভিজ্ঞ কোচ। আশা করি, ওড়িশা ওঁর অধীনে ভাল ফুটবল খেলবে। আমি ওঁকে সম্মান করি এবং আশা করি স্টুয়ার্টও আমাকে যথেষ্ট সম্মান করে।’’ এরপর মার্সিলিনহো প্রসঙ্গে বলেন, ‘‘মার্সিলিনহো আইএসএলের অন্যতম সেরা খেলোয়াড়। হয়তো গত বছর ভাল খেলতে পারেনি। কিন্তু ওঁকে নিয়ে বিশেষ পরিকল্পনা করতেই হবে।’’
The #Mariners are making their final preparations ahead of our first home game of this season’s #HeroISL ⚽️💪#ATKMohunBagan #JoyMohunBagan #ATKMBOFC #IndianFootball pic.twitter.com/eE4avwJgHA
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 2, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.