Advertisement
Advertisement

Breaking News

ATK Mohun Bagan

চোটগ্রস্ত নাওরেমকে নিয়ে বিতর্ক, বিরক্ত এটিকে মোহনবাগান শিবির

৮ ম্যাচে এটিকে মোহনবাগানের সংগ্রহ ১৭ পয়েন্ট।

ISL 2020: ATK Mohun Bagan eying for win against North East United | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 1, 2021 7:18 pm
  • Updated:January 1, 2021 11:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ আইএসএলের (ISL 2020) লিগ টেবিলের শীর্ষে থেকেই নতুন বছরে অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। রবিবার অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দলের মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড। 

সেই ম্যাচের বল গড়ানোর আগে শুভ ঘোষ ও নাওরেমের ‘সোয়াপ ডিল’ নিয়ে জোর বিতর্ক। এটিকে মোহনবাগান শিবির ছেড়ে দিয়েছিল শুভ ঘোষকে। তাঁর পরিবর্তে নিয়েছিল কেরল ব্লাস্টার্সের নংদাম্বা নাওরেমকে। সেই নাওরেমের বিরুদ্ধেই অভিযোগ তিনি চোট নিয়ে এসেছেন এটিকে মোহনবাগানে। নাওরেম যে চোটগ্রস্ত (এসিএলে চোট) সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন হাবাসরা। অনুশীলনে নাওরেম নামার পরেই বোঝা যায় তাঁর চোট গুরুতর। অস্ত্রোপচার করতে হবে নাওরেমকে। কোনওভাবেই খেলার মতো অবস্থায় তিনি নেই। অস্ত্রোপচার হলে প্রায় আট মাস মাঠের বাইরে থাকতে হবে নাওরেমকে। গোটা ঘটনায় কেরল ব্লাস্টার্সের উপরে বিরক্ত এটিকে মোহনবাগান শিবির। তারা এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে। বাতিলও হয়ে যেতে পারে নাওরেম ও শুভ ঘোষের এই সোয়াপ ডিল। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচের আগে নাওরেমকে নিয়েই যত চর্চা।

Advertisement

[আরও পড়ুন: অক্টোবরে কলকাতা ময়দান বন্ধ না করার অনুরোধ, প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি বাবুল সুপ্রিয়র]

এই আবহেই পাহাড়ের দলের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া তিরি, প্রণয় হালদার, প্রীতম কোটালরা। ৮ ম্যাচ থেকে এটিকে মোহনবাগানের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ থেকে নর্থ ইস্টের পয়েন্ট ১১। তাদের বিরুদ্ধে নামার আগে নববর্ষের দিনও ছেলেদের ছুটি দেননি হাবাস। বিকেলে অনুশীলন করিয়েছেন। নতুন বছরে লক্ষ্যও স্থির করে ফেলেছেন স্প্যানিশ কোচ। তিনি কী চাইছেন, তা পরিষ্কার করে দিয়েছেন ফুটবলারদের। দলের নির্ভরযোগ্য ফুটবলার তিরি বলছেন, “লিগ শীর্ষে থেকে বছরের প্রথম ম্যাচ খেলতে নামছি বলে নর্থ ইস্টের বিরুদ্ধে আমরা বাড়তি সুবিধা পাব বলে মনে করি না। আবার চাপেও থাকব না। এটা একটা নতুন ম্যাচ। নতুনভাবে শুরু করতে হবে। চেষ্টা করতে হবে আগের ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর আর না হয়।”

নর্থ ইস্ট ম্যাচের পরেই এটিকে মোহনবাগানের সামনে মুম্বই সিটি এফসি। লিগ টেবিলে মুম্বই দ্বিতীয় স্থানে রয়েছে। রয় কৃষ্ণদের থেকে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট মুম্বইয়ের ঝুলিতে। নর্থ ইস্ট ম্যাচে বল গড়ানোর আগে মুম্বই নিয়ে চিন্তাভাবনা করছেন না হাবাস এবং তাঁর ছেলেরা। বরং নর্থ ইস্টকে হারিয়ে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছনোই লক্ষ্য হাবাসের দলের। প্রীতম কোটাল বলেন, “মুম্বই রয়েছে দ্বিতীয় স্থানে। ওই ম্যাচের আগে আমাদের নর্থ ইস্ট ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা জিতে থাকলে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছনো যাবে। সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। নতুন বছর জয় দিয়ে শুরু করতে চাই।”

এ বারের টুর্নামেন্টে নর্থ ইস্ট বেশিরভাগ ম্যাচ ড্র করছে। রক্ষণ জমাট করে তারা খেলে। ফলে সেট পিস থেকে গোল করার চেষ্টা করবে এটিকে মোহনবাগান। দলের অন্যতম ভরসা প্রণয় হালদারের প্রত্যাশা, এবার তিনি জাতীয় দলে ডাক পাবেন। রবিবারের প্রতিপক্ষ সম্পর্কে প্রণয় বলছেন, “আইএসএলে প্রতিটি দলই শক্তিশালী। নর্থ ইস্টও তাই। ওরা উইং দিয়ে আক্রমণ তুলে আনে। আমাদের সতর্ক থাকতে হবে।” বোঝাই যাচ্ছে, প্রতিপক্ষ সম্পর্কে হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে হাবাস-ব্রিগেডের। মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়াই কেবল বাকি। 

[আরও পড়ুন: ‌উমেশের জায়গায় শেষ ২ টেস্টে সুযোগ নটরাজনের, দলে ফিরেই সহ-অধিনায়ক হলেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement