চেন্নাইয়িন এফসি- ০
এটিকে- ১ (ডেভিড উইলিয়ামস)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনী ম্যাচে হোঁচট খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে এটিকে। আগের ম্যাচের জয়ের ধারা অব্যাহত রেখে বুধবার চেন্নাইয়িনকে তাদের ঘরের মাঠে হারাল কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এই নিয়ে তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেল অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে করা ডেভিড উইলিয়ামসের একমাত্র গোলে জিতল এটিকে। অন্যদিকে, চলতি মরশুমে এখনও জয়ের মুখ দেখতে পেল না চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি। দুই প্রাক্তন চ্যাম্পিয়নের লড়াইয়ে শেষ হাসি হাসল কলকাতা। জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে উঠে এল এটিকে।
পারফরম্যান্সের বিচারে দুই প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে ছিল হাবাস বাহিনী। কারণ, তারা আগের ম্যাচেই হায়দরাবাদ এফসিকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে। ছন্দেও ছিলেন এটিকের ফুটবলাররা। অন্যদিকে, চেন্নাইয়িন এখনও পর্যন্ত চলতি লিগে জয়ের মুখ দেখেনি। এর আগে তারা দুটি ম্যাচ খেলেছে। একটিতে হার। একটি ড্র। এটিকে তাদের দুটি ম্যাচের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে জিতেছে। এই জয় ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এদিন সেটা তাদের খেলাতে স্পষ্ট ধরা পড়েছে। অন্যদিকে, জয়ের জন্য মরিয়া ছিলেন চেন্নাইয়িনের কোচ জর্জ গ্রেগরি। এদিন চেন্নাই বেশ কিছু সুযোগ তৈরি করলেও এটিকের শক্তিশালী ডিফেন্স তাদের আক্রমণগুলি প্রতিহত করে। কলকাতার গোলকিপার অরিন্দম ভট্টাচার্যও এদিন বেশ কিছু ভাল সেভ করেছেন।
ম্যাচের শেষ লগ্নে এটিকের বক্সে একের পর এক আক্রমণ শানায় চেন্নাইয়িনের ফুটবলাররা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলমুখ খুলতে পারেনি তাঁরা। ঘরের মাঠে হারের জেরে চেন্নাইয়িনের কোচ গ্রেগরির চোখেমুখে হতাশা ফুটে উঠছিল। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচ জিতে টুর্নামেন্টে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে গেল এটিকে। হিরো অফ দ্য ম্যাচ হয়েছেন একমাত্র গোলদাতা ডেভিড উইলিয়ামস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.