Advertisement
Advertisement

Breaking News

এটিকে

ভরা যুবভারতীতে রুদ্ধশ্বাস লড়াই, শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল এটিকে

লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন হাবাসের ছেলেরা।

ISL 2019: ATK and Mumbai City FC match ends with a draw at YVK
Published by: Sulaya Singha
  • Posted:November 30, 2019 9:43 pm
  • Updated:November 30, 2019 9:51 pm  

এটিকে: ২ (রয়, সুসাইরাজ)
মুম্বই সিটি এফসি: ২ (প্রতীক, অ্যাবিউ)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একদিকে একের পর এক ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে এটিকে। আর অন্যদিকে মুম্বই সিটি এফসির সঙ্গে সদ্য জুড়েছে বিশ্বখ্যাত ম্যানঞ্চেস্টার সিটির নাম। তাই আত্মবিশ্বাসে যেন টগবগ করে ফুটছেন ফুটবলাররা। এমন দুই দল যখন মুখোমুখি হবে, তখন টক্কর যে মারকাটারি হবে, তা বলাই বাহুল্য। হলও তাই। একগুচ্ছ চোট, বচসার মধ্যে চার-চারটে গোল উপভোগ করল ভরা যুবভারতী। আর শেষ মুহূর্তে রয় কৃষ্ণের গোলে নাটকীয়ভাবে ড্র দিয়ে শেষ হল ম্যাচ।

Advertisement

আইএসএলের উদ্বোধনী মরশুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস। অর্ধেক ম্যাচ ড্র করা সত্ত্বেও। তাই মুম্বইয়ের বিরুদ্ধে কোনও কারণে তিন পয়েন্ট হাতছাড়া হলেও অন্তত এক পয়েন্ট চাই-ই-চাই। এই লক্ষ্যেই খেলতে নেমেছিলেন। চোটের জন্য ছিলেন না প্রণয় হালদার। ছিলেন না স্টপার জন জনসনও। ফলে রক্ষণ নিয়ে সামান্য চিন্তাতেই ছিলেন এটিকে কোচ। তবে ফর্মে থাকা স্ট্রাইকার জুটির উপর সম্পূর্ণ ভরসা ছিল। নিরাশ হতে হয়নি। প্রথমেই গোল করে দলকে এগিয়ে দেন সুসাইরাজ।

[আরও পড়ুন: ‘ধোনির সঙ্গে কথা হয়ে গিয়েছে’, মাহির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কী বললেন সৌরভ?]

দ্বিতীয়ার্ধে এটিকের জালে বল জড়িয়ে নজর কাড়েন বাঙালি তারকা প্রতীক চৌধুরি। একসময় যখন মনে হচ্ছে ১-১ -এই ম্যাচে ইতি ঘটতে চলেছে, ঠিক তখনই দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন অ্যাবিউ। যুবভারতীতে এটিকের প্রথম হার দেখতেই যেন মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন দর্শকরা। তবে রয় কৃষ্ণর গোলে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে নীরব স্টেডিয়াম উত্তেজনায় ফেটে পড়ে। নাটকীয়ভাবে হার আটকে নায়ক হয়ে ওঠেন রয় কৃষ্ণ।

পাঁচ ম্যাচে মাত্র একটা হার। এদিন এক পয়েন্ট ঘরে তুলে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থান ধরে রাখলেন হাবাসের ছেলেরা।

[আরও পড়ুন: আই লিগের প্রথম ম্যাচেই হোঁচট, আইজলের কাছে আটকে গেল মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement