Advertisement
Advertisement

Breaking News

আইএসএল

ঘরের মাঠে ফের ধামাকা, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএলের ফাইনালে এটিকে

দুটি গোলের নেপথ্যে প্রবীর দাস।

ISL 2019-20: ATK beats Bengaluru FC and through to final
Published by: Sulaya Singha
  • Posted:March 8, 2020 9:35 pm
  • Updated:March 8, 2020 9:42 pm  

এটিকে: ৩ (কৃষ্ণ, উইলিয়ামস-২ একটি গোল পেনাল্টিতে)
বেঙ্গালুরু এফসি: ১ (আশিক)
দুই লেগ মিলিয়ে স্কোর: ৩-২

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম লেগে ১-০ গোলে হার। দ্বিতীয় লেগে ঘরের মাঠে প্রথম পাঁচ মিনিটেই গোল হজম। এমন পরিস্থিতিতে যে কোনও দলেরই চাপে পড়ে যাওয়ার কথা। কিন্তু মাথা ঠান্ডা রেখে স্ট্র্যাটেজি মেনে খেললে যে এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটাই প্রমাণ করে দিল এটিকে। সুনীল ছেত্রীদের শক্ত গাঁট পেরিয়ে তৃতীয়বার আইএসএলের ফাইনালে পৌঁছে গেল কলকাতা।

Advertisement

প্রথম লেগে হারলেও রবিবার দলে কোনও বদল আনেননি এটিকে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস। ছেলেদের উপর ভরসা ছিল, যুবভারতীতে তাঁরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন। সেইভাবেই প্রস্তুতি সেরেছিলেন। কিন্তু ভরা গ্যালারির সামনে শুরুতেই হোঁচট খায় হোম ফেভরিটরা। সোলো রানে কলকাতা দলের ডিফেন্ডারদের টপকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন আশিক কুরুনিয়ান। তবে ওখানেই শেষ। তারপরই শুরু হয় এটিকে শো। গত দু’বারের সাক্ষাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলমুখ খুলতে পারেননি রয় কৃষ্ণ। এদিন গোলের খরা কাটল। প্রবীর দাসের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরালেন ফিজিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্থে আবার উইলিয়ামসের অনবদ্য হেডারের নেপথ্যেও ছিলেন বঙ্গ তনয় প্রবীর। আরেকটি গোল এল পেনাল্টি থেকে।

[আরও পড়ুন: স্থগিত হতে পারে আইপিএল! স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বাড়ছে জল্পনা]

দুই লেগ মিলিয়ে ৩-২ এগিয়ে যাওয়ার সুবাদেই ফাইনালের টিকিট পাকা হয়ে গেল হাবাসের ছেলেদের। আর সেই সঙ্গে হতাশায় নিমজ্জিত হলেন কলকাতার জামাই সুনীল ছেত্রী। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা এটিকের সামনে পড়ে ট্রফি ধরে রাখা হল না গতবারের চ্যাম্পিয়নদের।

চলতি মরশুমে ঘরের মাঠে বরাবরই ভাল ছন্দে দেখা গিয়েছে এটিকে-কে। ন’টার মধ্যে তারা ছ’টা ম্যাচে জিতেছিল। শুধু তাই নয়, এই ম্যাচের আগে মোট ৩৩টা গোলের মধ্যে ১৮টা করেছে ঘরের মাঠে। এদিন সেই তালিকায় যুক্ত হল আরও একটি জয়। তৃতীয়বার ট্রফি ঘরে তোলার মাঝে এখন একমাত্র বাধা চেন্নাইয়িন এফসি। যারা গোয়াকে হারিয়ে গোয়ার টিকিট পাকা করেছে শনিবারই। অর্থাৎ এবার আর কোনও নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে না আইএসএল। লড়াই হবে পোড় খাওয়া দুই দলের মধ্যে। তাই গোয়া শো যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ফাইনালে আচমকা ব্যাট হাতে রিচা, দলের হারে মাঠে মারা গেল সেলিব্রেশনের আয়োজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement