ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আড নর্থ ইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) মুখোমুখি হবে এটিকে।আজ জিতে কি গ্রুপ লিগ টেবিলের শীর্ষে চলে যেতে পারবে এটিকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এটিকে সমর্থকদের হৃদয়ে। শুধু এটিকে (ATK) নয়, এখন যে মোহনবাগানিরাও মনে প্রাণে সমর্থন করছেন হাবাসবাহিনীকে। লিগ টেবিলে বর্তমান এটিকের অবস্থান তৃতীয় স্থানে। কিন্তু আজ নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে চলে যাওয়া নিশ্চিত হয়ে যাবে কলকাতা দলটির। এটিকের সমস্যা হল, আজও কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস (Antonio López Habas) রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। তাঁকে বসতে হবে গ্যালারিতে।
গতম্যাচে তাঁকে গ্যালারিতেই বসতে হয়। আজও তাঁকে সেই জায়গায় বসতে হবে। ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি তাঁকে দু’টো ম্যাচ সাসপেন্ড করার পাশাপাশি আর্থিক জরিমানাও করেছে। এই শাস্তি শুধু এটিকে হেড কোচ অ্যান্তনিও হাবাস পেয়েছেন তাই নয়, একই শাস্তির কবলে পড়েছেন কেরল ব্লাস্টার্সের এলকো স্যাতোরিও। ১২ জানুয়ারি কলকাতায় এটিকের মুখোমুখি হয়েছিল কেরল ব্লাস্টার্স। সেই ম্যাচে অভব্যতার কারণে এদিন ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেয় হাবাস ও দলের গোলকিপার কোচ অ্যাঞ্জেল পিনদাদো দু’টো ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। আর্থিক জরিমানা হাবাসকে দিতে হবে এক লাখ, দু লাখ টাকা দিতে হবে পিনদাদোকে। দু’জনেই গতম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি। আজও এই সাসপেনশনের কারণে তাঁদের মাঠের বাইরে থাকতে হবে।
তবে, এসবের মধ্যে আশার কথা দলের ফর্ম। শেষ ম্যাচে গোয়াকে ২-০ গোলে হারিয়েছে এটিকে। শীর্ষ স্থানাধিকারীকে হারানোয় দলের মধ্যে একটা চনমনে ভাব রয়ে গিয়েছে। দুই, ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস ফিরছেন। চোট সারিয়ে এখন অনেকটাই ফিট। তবে সমস্যাও কম নেই। যেমন, গত চারটে ম্যাচে গোল পাননি রয় কৃষ্ণ। এখন সকলের আশা আজ তিনি গোল করবেন। কোচ হাবাস অবশ্য জানিয়ে দিলেন, “আমরা এক একটা ধাপ ফেলে এগোতে চাইছি। সামনে এখন নর্থ ইস্ট ম্যাচ। ভবিষ্যৎ বা অতীত নিয়ে এখন ভাববার সময় নয়। তবে উইলিয়ামস খেলবে। কখন নামাব ঠিক করিনি।”
নর্থ ইস্ট এবার মোটেই ভাল খেলতে পারছে না। গত সাতটা ম্যাচে তাদের জয় অধরা। শেষ ম্যাচ জিতেছিল গতবছর ৬ নভেম্বর। তাও দুর্বল দল হায়দরাবাদের বিরুদ্ধে। লিগ টেবিলে তাদের অবস্থান এখন ন’য়ে। যদিও দলের কোচ রবার্ট জার্নি আশাবাদী। বলেই দিলেন, “এবারের লিগে প্রতিটি দল জিতছে। এখন দেখছি, শেষ মুহূর্তে জয়-পরাজয় নির্ধারিত হচ্ছে। তাই শেষ বাঁশি না বাজা পর্যন্ত বোঝার উপায় নেই, কোন দল জিতবে। তাই প্রত্যেকের কাছে সুযোগ আসছে। যে তাকে কাজে লাগাতে পারছে তারাই বাজিমাত করছে।” তাহলে কি আজ সুযোগের সদ্ব্যবহার করতে পারবে নর্থ ইস্ট? সময় বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.