Advertisement
Advertisement
ISL 2024-25

অনুশীলনে যোগ অ্যালেক্সিসের, বেঙ্গালুরুকে চ‌্যালেঞ্জ ছুড়ছে মহামেডান

চোট পুরোপুরি না সারায় এই ম্যাচেও থাকছেন না সাদা-কালো ডিফেন্ডার জোসেফ আদজেই।

ISL 2024-25: Mohammedan SC ready to face Bengaluru FC
Published by: Subhajit Mandal
  • Posted:November 26, 2024 4:59 pm
  • Updated:November 26, 2024 6:58 pm  

স্টাফ রিপোর্টার: দেশ থেকে ফিরে মহামেডানের অনুশীলনে যোগ দিলেন অ্যালেক্সিস গোমেজ। ইস্টবেঙ্গল ম্যাচে খেলে উঠেই স্ত্রী সন্তানসম্ভবা থাকায় দেশে ফিরে গিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে মহামেডান অনুশীলন শুরু করলেও অ্যালেক্সিস ছিলেন। রবিবারই তিনি ফিরেছেন কলকাতায়। বেশ কয়েকদিন পরে নেমেও এদিন অনুশীলনে নজর কাড়লেন এই বিদেশি। সেটপিস ও ফ্রি-কিক অনুশীলনের উপর জোড় দিয়েছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ। ফ্রি-কিক থেকে বেশ কয়েকটি গোলও করলেন অ্যালেক্সিস।

শেষ ম্যাচে সামনে দশ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান। তাই নিয়ে সমালোচনা কম হয়নি মহামেডান কোচের। যদিও এখনও লিগ টেবিলে ইস্টবেঙ্গলের একধাপ উপরেই রয়েছেন সিজার মাঞ্জোকিরা। বুধবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় মহামেডান। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে সাদা-কালো শিবির। ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলছেন, “যে দলটা লিগ টেবলের দু’নম্বরে রয়েছে তাকে ভালো বলতেই হবে। তবে আমরাও টেবলে উঠে আসতে চাই। সেজন্য আমাদের ভালো খেলতেই হবে। অতীত নিয়ে আর ভাবতে চাইছি না। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।”

Advertisement

চোট পুরোপুরি না সারায় এই ম্যাচেও থাকছেন না সাদা-কালো ডিফেন্ডার জোসেফ আদজেই। এদিন মাঠে এসে রিহ্যাব করেন তিনি। অনুশীলন শেষে তিনি জানান, জামশেদপুর ম্যাচ থেকে তাঁকে পাওয়া যাবে। মহামেডানের জন্য ভালো খবর আরেক বিদেশি ফুটবলার কার্লোস ফ্রাঙ্কার সুস্থ হয়ে ওঠা। পায়ে ফোস্কার জন্য মাঝে কয়েকদিন অনুশীলন করতে পারেননি তিনি। এখন পুরোদমে অনুশীলন করছেন। বুধবারের ম্যাচে খেলতে সমস্যা নেই তাঁর।

অন্যদিকে, আইএসএলের (ISL 2024-25) ম্যাচে এদিন হায়দরাবাদ এফসি-কে ৬-০ গোলে হারাল ওড়িশা এফসি। এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতনম্বরে উঠে এলেন রয় কৃষ্ণ, রহিম আলিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement