Advertisement
Advertisement
ISL 10

ডার্বির দুদিন পরই কেরালার বিরুদ্ধে নামছে মোহনবাগান, ‘রোটেশন’ মেনে দল সাজাবেন হাবাস

জিতলেই শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ সবুজ-মেরুনের সামনে।

ISL 10: Mohun Bagan to face Kerala Blasters today

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 13, 2024 3:43 pm
  • Updated:March 13, 2024 5:02 pm  

স্টাফ রিপোর্টার: অভিজ্ঞ কোচ তিনি। তাই জানেন ডার্বির পরের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলেই ডুবতে হবে গোটা দলকে। মঙ্গলবার মোহনবাগান (Mohun Bagan) কোচ আন্তোনিও লোপেজ হাবাসের শরীরীভাষায় তাই ডার্বি জয়ের উচ্ছ্বাসের ছিটেফোঁটাও নেই। বরং কেরালা ব্লাস্টার্স ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সবুজ-মেরুন হেডস্যর ডার্বি প্রসঙ্গে কিছু বললেই বলছেন, “ডার্বি এখন অতীত। আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”

পরের ম্যাচ (ISL 10) প্রসঙ্গ এলেই যেন কিছুটা বিরক্তির সুরে হাবাস বললেন, “আমাদের জন্য অত্যন্ত কঠিন ম্যাচ। ডার্বির আটচল্লিশ ঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টার বিমানযাত্রা। তার পরের দিনই একটা ম্যাচ খেলা সত্যি কঠিন।” ডার্বি খেলে উঠেই ফুটবলারদের ক্লান্তির কথা বলেছিলেন মোহনবাগান কোচ। এদিনও তাঁর গলায় একই সুর। বরং রাখঢাক না রেখেই জানালেন, ফুটবলারদের অবস্থা বুঝে রোটেশন পদ্ধতিতে তাঁদের দলে রাখবেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে এই ম্যাচে ফিরছেন ব্রেন্ডন হামিল।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলের হামলার ‘বদলা’, শয়ে শয়ে রকেট ছুড়ল হেজবোল্লা]

মঙ্গলবার অনুশীলনে যদিও ফুরফুরে মেজাজেই দেখা গেল ফুটবলারদের। তবে ক্লান্তি কাটাতেই জেসন কামিংসদের (Jason Cummins) খুব বেশিক্ষণ অনুশীলন করাননি তিনি। গত ম্যাচে দারুণ খেলা বিশাল কাইথেরও হাঁটুতে হালকা চোট লেগেছে। তবে তিনি কেরালা ম্যাচ খেলতে পারবেন না, তা এখনই বলা যাবে না। প্রথম একাদশ নির্বাচন নিয়ে হাবাস বলেন, “হামিল দলের সঙ্গে যাচ্ছে। তবে এখনই প্রথম একাদশ বাছতে চাই না। ফুটবলারদের শারীরিক অবস্থার দিক দেখে রোটেশন পদ্ধতিতে দল নির্বাচন করব ম্যাচের আগে। পরিস্থিতি কঠিন হলেও আমরা পেশাদার। এসব মানিয়ে নিতে হবে।”

এই মুহূর্তে জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোসরা দারুণ ফর্মে আছেন। কামিংসও বড় ম্যাচে গোল করেছেন। ডার্বিতে আর্মান্দো সাদিকুকে (Armando Sadiku) পরিবর্ত হিসাবে নামিয়েছিলেন কোচ হাবাস (Antonio Lopez Habas)। রোটেশন পদ্ধতিতে দল গঠন করলে কামিংসকে পরিবর্তে আনতে পারেন তিনি। সে ক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সাদিকু আসতে পারেন প্রথম একাদশে। কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন দীপক টাংরিও। ডার্বি জয়ের পর লিগ শিল্ড জয়ের দাবিদার হিসাবে অনেকেই মোহনবাগানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। যদিও লিগ শিল্ড জয়ের বিষয়ে বলতে গিয়ে মোহনবাগান কোচ হাবাস একটাই কথা বলছেন, “আলাদা কোনও অঙ্ক নেই। লিগ শিল্ড জিততে গেলে আমাদের সব ম্যাচ জিততে হবে।”

[আরও পড়ুন: ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার! হাড়হিম করা হত্যাকাণ্ড নিমতায়]

ডার্বির অন্যতম নায়ক বিশাল কাইথ কোচের সঙ্গে সহমত প্রকাশ করেই বলেন, “পরের ম্যাচ কঠিন ম্যাচ হলেও আমি পিছন থেকে নির্ভরতা দিতে চাই। যদি ক্লিনশিট রাখতে পারি, তাহলে জানি স্ট্রাইকাররা গোল করতে পারে।” ডার্বির পর বিশালকে অন্যতম সেরা গোলকিপারের আখ্যা দেওয়া হচ্ছে। তবে গতবার লিগে গোল্ডেন গ্লাভস পাওয়া বিশাল বলছেন, “লিগ শিল্ড জেতাটাই আমার প্রথম লক্ষ্য। তবে লিগ শিল্ড জেতার পর যদি গোল্ডেন গ্লাভস পাই তাহলে ভালোই লাগবে।” মঙ্গলবার মুম্বই সিটি এফসি (Mumbai City FC) জিতে এক নম্বরে চলে গিয়েছে। তবে কম ম্যাচ খেলার ফলে কেরালাকে হারিয়ে ফের টেবিলের মাথায় ওঠার সুযোগ রয়েছে মোহনবাগানের।

প্রতিপক্ষ কেরালা দলে রয়েছেন প্রীতম কোটালের মতো অভিজ্ঞ ফুটবলার। যিনি গতবার ছিলেন মোহনবাগানের অধিনায়ক। যদিও এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ হাবাস। তিনি যোগ করেন, “কোনও একজন ফুটবলারকে নিয়ে ভাবতে চাই না। কেরালা ব্লাস্টার্স খুবই ভালো দল। আমি গোটা কেরালাকে নিয়েই পরিকল্পনা করছি। আমার মাথায় রয়েছে ওদের সমর্থকদের কথাও।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement