মোহনবাগান তাঁবুতে ই-স্কুটারে কাউকো। নিজস্ব চিত্র।
স্টাফ রিপোর্টার: একটা সময় যখন আন্তেনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন তখন যে চাপটা ছিল জ্যাসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসদের উপর, আপাতত লিগ টেবলের তৃতীয় স্থানে থাকা মোহনবাগান (Mohun Bagan) ফুটবলারদের উপর সেই চাপটা আর নেই বলাই যায়।
সামনেই ডার্বি। মঙ্গলবার থেকে সেই ডার্বির প্রস্তুতি শুরু করলেন কামিন্সরা। দিমিত্রি পেত্রাতোসরা কতটা ফুরফুরে মেজাজে রয়েছে তার প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার বিকেলে। মোহনবাগান অনুশীলনে দলের দুই নির্ভরযোগ্য বিদেশি পেত্রাতোস আর ব্রেন্ডন হ্যামিল (Brandon Hamil) এলেন ই-স্কুটারে চড়ে। তাদের ই-স্কুটারে চড়ে আসতে দেখে অনুশীলন শুরু আগে অন্য ফুটবলাররা মজা করলেন বেশ কিছুক্ষণ। ঘণ্টা দুয়েকের অনুশীলন শেষে দেখা গেল তাঁদের সেই ই-স্কুটার নিয়ে আবার হোটেল চলে গিয়েছেন জেসন কামিংস আর জনি কাউকো।
ডার্বির আগে মোহনবাগানের জন্য ভালো খবর, হালকা চোট থাকা সাহাল আবদুল সামাদ এদিন অনুশীলন করলেন। তবে দলের সঙ্গে পুরো অনুশীলন করতে দেখা যায়নি তাঁকে। ফিজিওর সঙ্গে অনুশীলন করলেন। দীর্ঘক্ষণ ফিজিওর সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, বুধবার থেকে পুরোদমে অনুশীলনে নামবেন সাহাল। সব ঠিক থাকলে রবিবারের ডার্বিতে খেলতে পারেন তিনি।
মোহনবাগানের জন্য আরও একটি স্বস্তির খবর হল, ডার্বির আগে টানা ৯ দিনের বিশ্রাম পেয়েছে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে ইস্টবেঙ্গলকে (East Bengal) বুধবার খেলতে হবে গোয়ার বিরুদ্ধে, রবিবার খেলতে হবে ডার্বি। যদিও এই বাড়তি বিশ্রাম পাওয়াটা অনেক সময় বুমেরাং হয়ে যায়। ম্যাচ প্রাকটিসে না থাকার খেসারত দিতে হয়। সেদিকটাও ভাবতে হবে কোচ হাবাসকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.