Advertisement
Advertisement

Breaking News

ISL 10

কোন তিন লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে মোহনবাগান? অকপটে জানালেন হাবাস

জয় ছাড়া কিছুই ভাবছেন না হাবাস।

ISL 10: Mohun Bagan coach Antonio Lopez Habas wants to Kolkata Derby against East Bengal

বেঙ্গালুরু ম্যাচেও নেই হাবাস। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 9, 2024 7:10 pm
  • Updated:March 9, 2024 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনিই শেষ হাসি হাসতে চান। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে মর্যাদার ডার্বিতে (Kolkata Derby) নামার আগে সেটা স্পষ্ট করে দিলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। কারণটা খুব স্পষ্ট। আইএসএলে (ISL) কোচ হিসেবে তাঁর ট্র্যাক রেকর্ড খুব ভালো হলেও, চিরপ্রতিদ্বন্দ্বী কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) বিরুদ্ধে এখনও স্কোরলাইন ১-২। যদিও মরসুমের সুপার কাপে হারের বদলা নেবেন না স্প্যানিশ কোচ, তাই হয় নাকি!

সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “আমাদের দুটি দলের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ওরা সেরা ছয়ের মধ্যে শেষ করতে চায়। অন্যদিকে আমরা শীর্ষে যাওয়ার লক্ষ্যে এগোতে চাইছি। তবে এটাও মাথায় রাখব, ডার্বি সব সময় আলাদা একটা ম্যাচ। কুড়ি দিন বাদে হলেও একই কথা বলতাম। ইস্টবেঙ্গল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক, সমর্থকদের বলতে চাই, এটা আলাদা ম্যাচ। তবে আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: কবে অবসর নেবেন রোহিত? নিজেই বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক]

Mohun Bagan
ডার্বির আগে অনুশীলনে গা ঘামাচ্ছেন সবুজ-মেরুন বাহিনী। ছবি: সায়ন্তন ঘোষ

দিমিত্রি পেত্রাতোস দারুণ ফর্মে রয়েছেন। গোলের খোঁজ পেয়ে গিয়েছেন জেসন কামিন্স। এর পাশাপাশি প্রতি ম্যাচেই নজর কাড়ছেন মনবীর সিং, বিশাল কাইথরা। ফলে হাবাস যে আগ্রাসী মেজাজে তাঁর দল নামবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি ফের বলেন, “আমার এবং ফুটবলারদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তিন পয়েন্টেই ফোকাস আমাদের। আর সেটা পেলে আমরা কিন্তু পয়েন্ট টেবলের প্রথম জায়গাটা দখল করতে পারব।” স্পষ্ট জানিয়েও দিয়েছেন আইএসএল জয়ী কোচ।

বিপক্ষের ইস্টবেঙ্গলের অবস্থা ভালো নয়। হাবাস সম্ভবত আঁচ করতে পেরেছেন যে, লাল-হলুদ কোচ কীভাবে দল সাজাবেন। আইএসএলের প্রথম ডার্বি ২-২ ছিল। দুটি দলই জিততে পারত। এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না স্প্যানিশ কোচ। তাঁর প্রতিক্রিয়া, “আমাদের দলে সবার দায়বদ্ধতা রয়েছে। লক্ষ্য পূরণের চেষ্টা সবাই করছে। প্রতিটা ম্যাচ জেতার মতো মানসিকতা রয়েছে। টিমের শৃঙ্খলাই আসল। আশাকরি সেটা ডার্বিতে স্পষ্ট হয়ে যাবে।”

আসলে এক ঢিলে তিন পাখি মারতে চান হাবাস। এক, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড তাঁর ভালোই। এই পর্বে লাল-হলুদ জয় এখনও হয়নি তাঁর। তা সারতে চান। দুই, তিনটে পয়েন্ট টিমের মনোবল তুঙ্গে নিয়ে যেতে পারে। আইএসএলের শেষ দিকে সেটা যে টনিকের মতো কাজ করবে, তা ভালোই জানেন। আর তিন, যদি তিন পয়েন্ট তুলতে পারেন, তাহলে লিগ টেবিলের মগডালে চলে যেতে পারবে সবুজ মেরুন। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ হাবাস।

[আরও পড়ুন: প্রথমবার ‘ম্যান অফ দ্য সিরিজ’ হয়েও যশস্বীর মুখে দলের জয়গান, কী বললেন তরুণ ওপেনার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement