মোহনবাগান- ১ (বুমোস)
বেঙ্গালুরু-০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুর দিকে ডার্বি হার। সেই প্রথম এবং শেষ ধাক্কা। তার পর থেকে মোহনবাগান (Mohun Bagan) যেন অপ্রতিরোধ্য, অজেয়। আইএসএলের (ISL 10) প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়ডঙ্কা বাজালেন হুগো বুমোস, লিস্টন কোলাসোরা। সুনীলহীন বেঙ্গালুরু এফসিকে মোহনবাগান হারাল ১-০ গোলে। সবুজ-মেরুনের হয়ে একমাত্র গোলটি করলেন হুগো বুমোস।
একটা দল আগেরবারের চ্যাম্পিয়ন। আরেকটা দল রানার্স-আপ। স্বাভাবিক ভাবেই বুধবার যুবভারতীতে কঠিন লড়াই অপেক্ষা করেছিল মোহনবাগানের জন্য। তাছাড়া সবুজ-মেরুন শিবির টানা ম্যাচ খেলে কিছুটা ক্লান্তও ছিল। কিন্তু সেসব উপেক্ষা করে বেঙ্গালুরুর (Bengaluru FC) বিরুদ্ধেও একপ্রকার সহজ জয়ই পেল সবুজ-মেরুন শিবির।
এদিন ম্যাচের শুরুটা অবশ্য ভাল করেছিল বেঙ্গালুরুরই। প্রথম কয়েক মিনিটে দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিল গতবারের রানার্স-আপরা। কিন্তু বিশাল কাইথের দুর্গ ভেদ করে কোনওটিই কাজে লাগাতে পারেনি বেঙ্গালুরু। প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে উঠেই মোহনবাগান স্বমেজাজে ধরা দেয়। একের পর এক আক্রমণ শানাতে থাকেন পেত্রাতোস, কামিন্স, মনবীররা। প্রথমার্ধে গোল যদিও আসেনি। উলটে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় হতাশ লাগছিল সবুজ-মেরুন ফরওয়ার্ডদের।
দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের ঝাঁজ কমাননি কোচ ফেরান্দো। আগের মতোই একের পর এক আক্রমণ তুলে আনছিলেন মোহনবাগান ফুটবলাররা। বল দখলের নিরিখে কার্যত পাত্তাই পায়নি বেঙ্গালুরু। যার সুফল মোহনবাগান পেল ৬৭ মিনিটে। দুর্দান্ত গোল করে সবুজ-মেরুনকে এগিয়ে দিলেন বুমোস (Hugo Boumos)। গোলের পরও আক্রমণের গতি কমায়নি মোহনবাগান। সবুজ-মেরুনের আক্রমণ রুখতে গিয়েই ৭৫ মিনিটে লাল কার্ড দেখলেন বেঙ্গালুরুর সুরেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি লালকার্ড দেখেন রোশন। এদিনের হারের পাশাপাশি এই জোড়া লালকার্ডও চিন্তায় রাখবে বেঙ্গালুরুর শিবিরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.